কমনওয়েলথে প্রথম পদক ভারতের ৷ এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:1 Minute, 33 Second

ইংল্যান্ডের শহর বার্মিংহামে ২৮ শে জুলাই থেকে ৮ ই আগস্ট পর্যন্ত চলবে কমনওয়েলথ গেম ২০২২। ৩০ শে জুলাই কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনে ভারতের ঝুলিতে উঠলো রূপোর পদক। দেশের হয়ে প্রথম পদক এনে দিলেন সংকেত সারগর। পুরুষদের ৫৫ কেজি ভারোত্তোলন বিভাগে রুপোর পদক এনে দেন তিনি এতেই খাতা খুলল ভারতের। ২৪৯ কেজি ভার তুলে রুপোর পদক পান তিনি কিন্তু মাত্র এক কেজি বেশি তুলে সোনার পদক পান মালয়েশিয়ার বিন কাসদান। ফাইনালে দ্বিতীয়বার ভার তুলতে গিয়ে কনুই-এ চোট পান সংকেত তাই তিনি সোনার পদক পাননি বলে মনে করা হচ্ছে। কনুই-এ চোট নিয়েই সংকেত ৫৫ কেজি ক্লিন এন্ড জার্ক বিভাগে ১৩৮ কেজি তুলে দিলেও তৃতীয়বারে ১৪১ কেজি তুলতে পারেননি। এতেই সোনার পদক মিস হয় তার। এমনিতে কমনওয়েলথ গেমস এর শুরুটা ভালো হয়েছে ভারতের। বিভিন্ন ইভেন্টের ফাইনালে উঠেছে ভারতীয় খেলোয়াড়রা। তবে দ্বিতীয় দিনে সব থেকে বেশি আশা ভারোত্তোলনে বিভাগ থেকে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

এবার সাংসদ সঞ্জয় রাউতকে আটক করল ইডি । এম ভারত নিউজ

পাত্র চাউল জমি দুর্নীতি মামলায় বারবার নাম উঠে এসেছে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের। এই দুর্নীতি মামলায় অনেকদিন ধরেই ইডির নজরে ছিলেন তিনি। মহারাষ্ট্রে একনাথ শিণ্ডে মুখ্যমন্ত্রী হবার পরের দিনেই প্রায় ১০ ঘন্টা জেরা করা হয়েছিল সঞ্জয় রাউতকে। রবিবার সকাল সকাল সঞ্জয় রাউতের বাড়িতে হানা দেয় ইডি। এরপর টানা ৯ ঘন্টা […]

Subscribe US Now

error: Content Protected