কাবুল বিমানবন্দরে ফের জঙ্গি হামলার সম্ভাবনা থেকে তীব্র সর্তকতা জারি করল আমেরিকা। প্রসঙ্গত উল্লেখ্য, গতকালই ড্রোন হামলা চালায় মার্কিন বাহিনী । আর সেই হামলাকে কেন্দ্র করেই পাল্টা হামলার সম্ভাবনা রয়েছে কাবুলের বিমানবন্দরে। ইতিমধ্যেই সমস্ত মার্কিনীদের বিমানবন্দর এলাকা এড়িয়ে যাওয়ার জন্য বার্তা দেওয়া হয়েছে। আফগানিস্থানে উপস্থিত মার্কিন দূতাবাসের তরফ থেকে একটি নির্দেশ জারি করা হয়েছে। জানা যাচ্ছে, প্রাথমিকভাবে একটি বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানানো হয়েছে, ‘ দ্রুত খালি করুন, ফের হামলার সম্ভাবনা রয়েছে’। এছাড়াও জানানো হয় , বিমানবন্দরের আ্যবে গেট সহ পূর্ব ও উত্তর প্রান্তের গেট এড়িয়ে চলার জন্য।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ২৬ আগস্ট কাবুল বিমানবন্দরে আ্যবে গেটের সামনে বেশ কয়েকটি আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটে। যদিও এখনও পর্যন্ত দ্রুত মার্কিনীদের দেশে ফেরানোর কাজে লিপ্ত রয়েছেন মার্কিন সেনারা। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত প্রায় ৪২০০ জন নাগরিককে উদ্ধার করেছে আমেরিকা। বিমানবন্দরে অপেক্ষারত অবস্থায় রয়েছেন ৫০০ জন নাগরিক। জানা যাচ্ছে, তালিবানদের কাবুল দখল করার পর থেকে মাত্র ১৫ দিনেরও কম সময়ে ১ লক্ষ ১১ হাজার মানুষকে উচ্ছেদ করা হয়েছে।