বগটুই কাণ্ডের প্রতিবাদে পথে নামলেন বিদ্বজনেরা । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:1 Minute, 52 Second

বগটুই কাণ্ডের প্রতিবাদে আজ কলকাতা শহরে পথে নামলেন বিদ্বজনেরা । রাজনীতিকে একেবারে সরিয়ে রেখেই রামপুরহাট বগটুইতে ঘটে যাওয়া ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মিছিলে নেমেছিলেন বহু মানুষ । যার মধ্যে বামপন্থী ছাত্র, যুব নেতারাও অরাজনৈতিকভাবেই পা মিলিয়েছেন । মিছিলে ছিলেন, পবিত্র সরকার, কমলেশ্বর মুখোপাধ্যায়, অনীক দত্ত, সৃজন ভট্টাচার্য, দীপ্সিতা ধর প্রমুখরা । মৌলালি থেকে জোড়াসাঁকো পর্যন্ত এই মিছিল চলে । ‘এই জল্লাদের উল্লাসমঞ্চ আমার দেশ না’ – লেখা বড় ব্যানার নিয়ে এই মিছিলে পা মেলান সকলে । মিছিল থেকে তাঁদের দাবি, প্রকৃত অন্যায়কারীদের খুঁজে শাস্তি দিতে হবে। উল্লেখ্য, গত সোমবার রাতে বোমা হামলায় বগটুই গ্রামে রামপুরহাটের এক নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখের মৃত্যু হয়। তারপর ওই এলাকার বেশ কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। সেই দিন মোট ৮ জনের মৃত্যু হয়। বহু মানুষ ভয়ে গ্রাম ছেড়ে চলেও যান । এই ঘটনার প্রতিবাদেই আজ শুক্রবার গরজে ওঠে কলকাতা শহর । ইতিমধ্যেই কলকাতা হাই কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে । সেই মত তদন্ত চলছে । এখন তদন্তের কিনারা হওয়া পর্যন্তই অপেক্ষা ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

Rampurhat Case : ডিআইজি সিবিআই-এর নেতৃত্বে চলছে তদন্ত । এম ভারত নিউজ

রামপুরহাটে জোর কদমে তদন্ত চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা । গত ২১শে মার্চের দুর্ঘটনার পরেই কলকাতা হাই কোর্ট বগটুই কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেয় । আর তার পরেই তৎপরতার সঙ্গে তাঁরা তদন্ত শুরু করেন । আজ বেলা ১২টা নাগাদ ডিআইজি সিবিআই অখিলেশ সিং-এর নেতৃত্বে ২০ জন আধিকারিকের টিম বগটুই গ্রামে পৌঁছোয় । […]

Subscribe US Now

error: Content Protected