‘মুম্বই ইন্ডিয়ান্স’ বনাম ‘সানরাইজার্স হায়দরাবাদ’, আইপিএল ম্যাচে কে জিতবে? এই প্রশ্নকে কেন্দ্র করে হঠাৎ ঝামেলা শুরু হয় অনুরাগীদের মধ্যে। পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে বেরিয়ে যায়। এরপরই ৬৫ বছরের এক বৃদ্ধের উপর আচমকা হামলা করে দুই যুবক। বেধড়ক মারধরের জেরে মৃত্যু হয় ওই বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের কোলাপুরি জেলায়।
গত বুধবার ‘সানরাইজার্স হায়দরাবাদ’ বনাম ‘মুম্বাই ইন্ডিয়ানস’ ম্যাচ চলাকালীন রাতে রোহিত শর্মার আউট হওয়াকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে প্রথমে বচসা পরে সংঘর্ষ বাধে। এমন সময়েই মুম্বাই দলের সমর্থকেরা বাপসো তিবিলে নামক এক ব্যক্তিকে লাঠি ও কাঠের তক্তা দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেয়। রক্তাক্ত বন্দোপন্তকে তিবিলেকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চার দিন লড়াইয়ের পর এ’দিন তিনি মারা যান। পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘাতক দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।