আর কিছুক্ষণ, তারপরেই শুরু হচ্ছে আইপিএল । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 21 Second

আর কিছু সময়ের অপেক্ষা। শুরু হতে চলেছে আইপিএল ২০২০। ঘড়ির কাঁটার ৭.৩০ মিনিট বাজলেই আমিরশাহীতে ১৩তম আইপিএলের বল গড়াতে চলেছে। করোনার জেরে বহু ঘাত প্রতিঘাত পেরিয়ে মার্চ থেকে দীর্ঘ অপেক্ষার পর আজ সব বাধা কাটিয়ে হতে চলছে আইপিএল ২০২০। প্রথম ম্যাচে গত বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের প্রতিপক্ষ সিএসকে। এরপর ২৩ সেপ্টেম্বর কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ খেলবেন রোহিতরা। আর সেই ম্যাচের জন্য শুক্রবার নাইট শিবিরের প্রস্তুতিতে যোগ দিলেন আন্দ্রে রাসেল-সুনীল নারিন সহ চার ক্রিকেটার। তবে এবছর কোনও উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। থাকছে না চিয়ারলিডারও। স্বাভাবিকভাবেই জৌলুসহীন এবছরের আইপিএল। শুরুর দিনই মাঠে নামতে চলেছে ধোনি বনাম রোহিত শর্মার লড়াই।

মুম্বই ইন্ডিয়ানস বনাম চেন্নাই সুপার কিংসের লড়াই দেখতে মুখিয়ে ক্রিকেট প্রেমীরা। আজ মুম্বইয়ের টিমে রয়েছেন সম্ভাব্য রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি’কক, সূর্যকুমার যাদব, ইশান কিষান, কায়রন পোলার্ড, ক্রুণাল পাণ্ড্য, হার্দিক পাণ্ড্য, রাহল চাহার, জেমস প্যাটিনসন/মিচেল ম্যাক্লেনাঘান/নেথান কুল্টার-নাইল ও ট্রেন্ট বোল্টরা। অন্যদিকে শেন ওয়াটসন, মুরলী বিজয়/ফ্যাফ ডুপ্লেসি, অম্বাতি রায়ডু, মহেন্দ্র সিংহ ধোনি, কেদার যাদব, রবীন্দ্র জাডেজা, ডোয়েন ব্র্যাভো, মিচেল স্যান্টনার/ইমরান তাহির, দীপক চাহার, পীযূষ চাওলা, শার্দূল ঠাকুর/স্যাম কারেনরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ধনকড়-সৌগত টুইট যুদ্ধ । এম ভারত নিউজ

পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলার অবস্থা নিয়ে ফের টুইটে তৃণমূলকে বিঁধলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। প্রসঙ্গত শনিবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও কেরালার এর্নাকুলামের একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে ৯ আল কায়দা জঙ্গিকে গ্রেফতার করে এনআইএ। এই প্রসঙ্গেই রাজ্যপাল টুইটে লেখেন, “বেআইনি বোমা তৈরির কারখানা হয়ে উঠেছে রাজ্য। এতে গণতন্ত্র বিপন্ন হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ […]

Subscribe US Now

error: Content Protected