0
0
Read Time:1 Minute, 24 Second
আইপিএল শুরু হতে আর বেশি দিন বাকি নেই। কিন্তু এরই মাঝে বিভিন্ন দিক থেকে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের করোনা আক্রান্ত হওয়ার খবর আসছে।
এবার সেই তালিকায় নতুন সংযোজন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-এর শৈল্পিক ওপেনিং ব্যাটসম্যান দেবদত্ত পাল্লিকর। বর্তমানে এই খেলোয়াড় রয়েছেন নিভৃতবাসে।
আইপিএল ২০২০ তে বিধ্বংসী ফর্মে ছিলেন দেবদত্ত। পরবর্তীতে বিজয় হাজারে ট্রফিতেও অত্যন্ত ভালো পারফরমেন্স করেছেন তিনি। যদিও এবার তার করণ আক্রান্ত হওয়ার খবরে চিন্তিত আরসিবি শিবির। এখন দশ দিন তাকে নিভৃতবাসে একান্তে কাটাতে হবে। এরপর তার রিপোর্ট নেগেটিভ এলে তিনি পুনরায় প্রবেশ করতে পারবেন বায়ো বাবলে। দেবদত্তের এই করোনা আক্রান্ত হওয়ার পর আইপিএলের প্রথম ম্যাচে মুম্বাইয়ের বিরুদ্ধে ওপেনিং স্লটে নতুন কোন খেলোয়ারকে ভাবতে চলেছে আরসিবি টিম ম্যানেজমেন্ট।