কয়েকদিন ধরে বেশ চর্চায় পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার সেই চর্চায় কয়েকগুণ বাড়িয়ে দিলেন বিজেপি সাংসদ তথা যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। শনিবার নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে শুভেন্দু বলেন, ‘আমি প্যারাশুটে করে নামিনি। লিফটে করেও উঠিনি। সিঁড়ি ভাঙতে ভাঙতে এখানে উঠে এসেছি। তাই, আমার সঙ্গে ও সব করে কোন লাভ হবে না।’ এরপরই রবিবার বাঁকুড়ার বিষ্ণুপুরে অরবিন্দ মেননকে সঙ্গে নিয়ে ছিন্নমস্তা মন্দিরে পুজো দিতে গিয়ে শুভেন্দুর এহেন বক্তব্যর প্রতিক্রিয়া দিলেন সৌমিত্র খাঁ।

সৌমিত্রের কথায়, “আমরা চাই তিনি যেন কালবিলম্ব না করে যত দ্রুত সম্ভব তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন।” অপরদিকে, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সরাসরি শুভেন্দুকে দলে আমন্ত্রণ না জানালেও তাঁর জন্যে যে দলের দরজা খোলা রয়েছে, তা স্পষ্ট করে দেন। এদিন তিনি বলেন, “একজন রাজনীতিবিদ রাজনীতি করতে চাইলে বিজেপি তাঁকে সেই সুযোগ দেবে।”
