বলিউডের মাদক প্রসঙ্গ নিয়ে আজও অব্যাহত জয়া-কঙ্গনা সংঘাত। আরও একবার বলিউডের ‘ফার্স্ট লেডি’-কে টুইট করে আঘাত শানালেন ‘কুইন’।
সোমবার বিজেপি সাংসদ রবি কিশনের মন্তব্যের প্রতিবাদ করে রাজ্যসভায় জয়া বলেছিলেন, তিনি যে থালায় খাচ্ছেন সেই থালাকেই ফুটো করছেন। রবি বলেছিলেন, বলিউডের বেশির ভাগ শিল্পীই মাদকাসক্ত। সেই কথা শুনেই বেজায় চটেছিলেন সমাজবাদী নেত্রী। একহাত নিয়েছিলেন অভিনেতাকে।

ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার সকালে ফের সরব হন কঙ্গনা। টুইটে লেখেন, “ইন্ডাস্ট্রিকে আপনি কোন থালা সাজিয়ে দিয়েছেন জয়াজি? একটা থালা পেয়েছিলাম যেখানে দু’মিনিটের আইটেম নম্বর এবং একটা রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করার বদলে নায়কের সঙ্গে বিছানায় যাওয়ার প্রস্তাব সাজানো ছিল। এই ইন্ডাস্ট্রিকে নারীবাদ আমি শিখিয়েছি। নারীবাদী, দেশপ্রেমের ছবি দিয়ে ইন্ডাস্ট্রির থালা সাজিয়েছি। এই থালা আমার নিজের জয়াজি, আপনার নয়।”
বলিউডের সঙ্গে মাদক যোগের প্রসঙ্গকে জয়ার এভাবে নস্যাৎ করে দেওয়া মানতে পারেননি কঙ্গনা। মঙ্গলবারও তিনি টুইট করে আক্রমণ করেন জয়াকে।
কোথায় গিয়ে থামবে এই তরজা? তা অজানা। তবে এদিন কঙ্গনার উত্তরে আপাতত নিশ্চুপই ছিলেন বচ্চন জায়া।