টলিউডে ক্রমেই ভয়ঙ্কর হচ্ছে করোনা পরিস্থিতি। শ্যুটিংয়ে ফিরেই করোনা সংক্রমিত সুপারস্টার জিৎ। মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে করোনা আক্রান্ত হওয়ার কথা জানান অভিনেতা। তিনি বলেন আপাতত চিকিৎসকদের সমস্ত পরামর্শই মেনে চলছেন তিনি। তাঁর সংস্পর্শে আসা সবাইকে নিজের করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার কথাও বলেন জিৎ। আপাতত নিজের বাড়িতেই হোম আইসোলেসনে আছেন তিনি।
প্রসঙ্গত, গত ১৬ই মার্চ করোনার টীকা নিয়েছিলেন জিৎ। এমনকি টীকা নেওয়ার ছবি পোস্ট ও করেছিলেন নিজের ইন্সটাগ্রামে।কিন্তু তাতেও হলনা শেষরক্ষা। এরই মাঝে করোনা আক্রান্ত হলেন তিনি। আজ তিনি নিজের স্যোশাল মিডিয়ায় করোণা আক্রান্ত হওয়ার কথা জানানোর পরই তাঁর কমেন্ট বক্স ভেসে যায় সুস্থতা কামনায়। তাঁর সুস্থতা কামনা করে কমেন্ট করেন সায়ন্তিকা, ঐন্দ্রিলা সহ বহু তারকা। গত সপ্তাহেই শ্যুটিং ফ্লোরে ফিরেছিলেন জিৎ। ডান্স বাংলা ডান্স সিজন ১০-এর শ্যুটিং সারতে দেখা গিয়েছিল অভিনেতাকে। শুভশ্রী, গোবিন্দা, অঙ্কুশ-বিক্রমের সঙ্গে শ্যুটিং ফ্লোরে দেখা মিলেছিল জিৎ-এর। অভিনেতা করোনা আক্রান্ত হওয়ায় এই শোয়ের শ্যুটিংও ব্যাহত হতে পারে বলেই আশঙ্কা।