তদন্তে সুশান্তের অ্যাকাউন্ট ডিটেল ক্ষতিয়ে দেখার পর ইডির থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা গেছে, সুশান্তের মোট চারটি অ্যাকাউন্ট ছিল ৷ তার মধ্যে একটি অ্যাকাউন্ট থেকেই তিনি বেশিরভাগ লেনদেন করতেন ৷ বান্ধবী রিয়া বা তাঁর পরিবারের কারোর অ্যাকাউন্টেই বিশাল পরিমাণ টাকার লেনদেন হয়নি ৷ কিন্তু জানা গেছে যে সুশান্তের অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা কোথায় খরচ হয়েছে ৷ বান্ধবী রিয়া ও তাঁর ভাই শৌভিকের সঙ্গে ইউরোপ ট্যুরে যাওয়ার সময় বেশিরভাগ টাকা অন্য একটি অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছিল ৷ বছরের শুরুতে সেখানে ছিল ১৫ কোটি টাকা ৷
জানা গেছে, সুশান্ত সিং রাজপুতের কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে নমিনি ছিলেন না রিয়া চক্রবর্তী ৷ দিদি প্রিয়াঙ্কা সুশান্তের ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট ও মিউচুয়াল ফান্ডের নমিনি ছিলেন ৷ সম্প্রতি রিয়া চক্রবর্তীর কেনা দুটি প্রপার্টির উৎস খতিয়ে দেখছে ইডি ৷ একটি জনপ্রিয় ব্যাঙ্কে ২০১৯ সালের নভেম্বর মাসে প্রথমে মোটা অঙ্কের এফডি করেন সুশান্ত ৷ তারপর দু’দিন কাটতে না কাটতেই সেই এফডি ভেঙে টাকা তোলেন ৷
