আজ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আর তাই পরীক্ষার্থীদের সুবিধার্থে উদ্যোগী হয়েছে রাজ্য পরিবহণ দপ্তর । ছাত্র-ছাত্রীদের যাতে যাতায়াতের সমস্যা না-হয়, সে চেষ্টাই করা হচ্ছে । সরকারি বাসের পাশাপাশি পরীক্ষার দিনগুলিতে বেসরকারি বাস, ট্যাক্সি ও অটোরিক্সার পরিষেবাও নিশ্চিত করতে মালিক সংগঠনগুলিকে নির্দেশ দিয়েছে পরিবহণ দপ্তর । পরিবহণ দপ্তরের অধিকর্তা বিশ্বজিৎ দত্ত জানিয়েছেন, ‘তিনটি সরকারি পরিবহণ নিগমকেই বলে দেওয়া হয়েছে, পরীক্ষার্থীদের যাতে কোনও সমস্যা না-হয়, সে দিকে নজর রেখে বিশেষ পরিষেবা দিতে হবে।’

মঙ্গলবার ১ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত জয়েন্ট এন্ট্রান্স (মেন) পরীক্ষা চলবে। নজর রাখতে হবে, যাতে ওই দিনগুলিতে সকাল সাড়ে ৭টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত রাস্তায় যানবাহন পেতে কোনও সমস্যা না-হয়। একই সঙ্গে নিট পরীক্ষার্থীদের জন্য সকাল সাড়ে ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বাস, ট্যাক্সি ও অটোরিকশাকে নিরবচ্ছিন্ন পরিষেবা দিতে হবে। পরিবহণ দপ্তর আজ, মঙ্গলবার সকাল সাড়ে ৬টা থেকেই কন্ট্রোলরুম চালু রাখবে। সেখানকার টোল-ফ্রি নম্বর হল: ১৮০০৩৪৫৫১৯২/০৩৩২৪৪২০২৭৮। হোয়াটসঅ্যাপ নম্বর-৮৯০২০১৭১৯১। পরীক্ষা দিতে গিয়ে ছাত্রছাত্রীরা বাস বা গাড়ি পেতে সমস্যায় পড়লে সহায়তার জন্য ওই সব নম্বরে যোগাযোগ করতে পারবেন ।
