ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত্যু সাংবাদিকের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 17 Second

গতকাল ভোর রাত্রে ঘটে গেছে এক ভয়াবহ ঘটনা। সাউথ কলকাতায় বাইক দুর্ঘটনার ফলে মৃত্যু হয়েছে এক সাংবাদিকের এবং আরো এক সাংবাদিক জরুরি অবস্থায় ভর্তি আছেন আই সি ইউ তে। গতকাল রাত্রে সাউথ কলকাতার লর্ডস মোরে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে গতকাল রাত্রে সোহম মল্লিক এবং ময়ূখ রঞ্জন ঘোষ নামে দুইজন সাংবাদিক রাত তিনটে নাগাদ বাইকে করে ফিরছিলেন, হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা মারে ওই বাইকটি ফলে ঘটে দুর্ঘটনা। সুইগীর কিছু কর্মচারী তাদের দেখতে পেয়ে নিয়ে যান হাসপাতালে। সেখানেই একজনকে মৃত ঘোষণা করা হয় এবং অপরজনকে জরুরি অবস্থায় SSKM এর আইসিইউ বিভাগে রেখে দেওয়া হয়।

হাসপাতাল সূত্রে খবর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল সোহমের ,পাশাপাশি ময়ূখের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক , তার মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং একটি চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে বলেই জানা যাচ্ছে। পরিবার সূত্রে খবর দেওয়া হয়েছে, গতকাল রাত্রে সোহম ময়ূখের বাড়িতে যায় এবং সেখানে রাত্রে থাকার কথা হয়েছিল দুজনের পরবর্তীতে দুজন মিলে যান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক এর বাড়িতে , সেখান থেকে রাত তিনটের সময় ফেরেন তাঁরা এবং ফিরতি পথে এই দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। ময়ূখ তাঁর বয়ানে জানিয়েছেন দুর্ঘটনা রাখে তাদের বাইক টি স্কিপ করে ধাক্কা মারে গাছে তারপরে আর কিছুই মনে নেই তাঁর। সাংবাদিক মহলে এক পরিচিত মুখ ময়ূখ রঞ্জন, তাই তাঁর এইরূপ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সাংবাদিক মহলে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

কৃষকদের সঙ্গে ১১ দফার বৈঠকে কেন্দ্র । এম ভারত নিউজ

কেন্দ্রের কৃষি আইনকে কেন্দ্র করে গত নভেম্বর মাস থেকেই শুরু হয় কৃষক বিক্ষোভ। ইতিমধ্যেই ১০ দফা বৈঠক হয়ে গিয়েছে, তাতে যদিও মেলেনি কোনো সুরাহা তাই আজ বিজ্ঞান ভবনে ১১ দফার বৈঠকে সামনা সামনি হচ্ছেন কৃষক মোর্চা ইউনিয়ন এবং কেন্দ্র। এই কৃষক আন্দোলনে প্রায় ৩ লক্ষের বেশি কৃষক সামিল হয়েছিলেন । […]

Subscribe US Now

error: Content Protected