অসাংবিধানিক কাজ করেছেন জেপি নাড্ডা: কল্যাণ । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 45 Second

ডায়মন্ড হারবারে নাড্ডার কনভয়ে হামলায় বিজেপি দায়ী। শুক্রবার তৃণমূল ভবনে এক সাংবাদিক বৈঠকে জেপি নাড্ডার বিরুদ্ধেই আইনভঙ্গ করার ও দুষ্কৃতীদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গতকাল নাড্ডার পুলিশি নিরাপত্তা প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন,‘বুলেট প্রুফ গাড়ি দেওয়া হয়েছিল নাড্ডাকে। তাঁর কনভয়ের আগে ছিল এসকর্ট। রাজ্য পুলিশের তরফে এসকর্টের ব্যবস্থা করা হয়েছিল। একজন জেড ক্যাটাগরির নিরপাত্তা প্রাপক হিসাবে তাঁর কনভয়ে অ্যাডিশনাল এসপি ছিলেন ৮ জন, ডেপুটি পুলিশ সুপার ছিলেন ৮ জন, ৩০ জন ইন্সপেক্টর ছিলেন, ৪০ জন RAF ও ১৪৫ জন কন্সটেবল ছিলেন। অর্থাৎ পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়েছিল’।

তাঁর কথায় অসাংবিধানিক কাজ করেছেন জেপি নাড্ডা। উদাহরণ হিসেবে তিনি বলেন, বিজেপির সর্বভারতীয় সভাপতির কনভয়ের সামনে ছিল অন্তত ৫০টি গাড়ি। গাড়ি ছিল পিছনেও। সঙ্গে ছিল প্রায় ৪০টি মোটরসাইকেল। একজন জেড ক্যাটাগরি নিরাপত্তার কনভয়ের সামনে – পিছনে অন্য কোনও গাড়ি থাকতে পারে না। যা বেআইনি। গোটা ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মুখ্যসচিব ও ডিজিকে তলব করার এক্তিয়ার নেই বলে মন্তব্য করেন তিনি। পাল্টা তাঁর দাবি, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বিধানসভা ছাড়া অন্য কোথাও জবাবদিহি করতে বাধ্য নয় রাজ্য সরকার।

তিনি জানান, ইতিমধ্যে গোটা ঘটনায় তিনটি মামলা দায়ের করেছে পুলিশ। সেখানে বিজেপি নেতা রাকেশ সিংকে এই ঘটনার জন্য দায়ী করেন কল্যাণ। তাঁর মতে, ঘটনার দিন রাকেশ তৃণমূলের সভার সামনে প্ররোচনামূলক অঙ্গভঙ্গি করেন।
অন্যদিকে গোটা ঘটনার তদন্তে নেমে ৭ জনকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতভর তল্লাশি চালিয়ে উস্তি ও ফলতা থানা এলাকা থেকে ৭ দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

দিল্লিতে তলব করা নিয়ে কেন্দ্রকে পাল্টা চিঠি মুখ্যসচিবের । এম ভারত নিউজ

স্বরাষ্ট্রমন্ত্রকের তলবে দিল্লি না যাওয়ার জন্য মন্ত্রককে পাল্টা চিঠি দিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লাকে লেখা ওই চিঠিতে তিনি দিল্লির হাজিরা থেকে অব্যাহতি চেয়েছেন। সেইসঙ্গে তাঁর দাবি, বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখছে রাজ্য সরকার। প্রসঙ্গত বৃহস্পতিবার ডায়মন্ড হারবার যাওয়ার পথে শিরাকোলে জেপি নাড্ডার কনভয়ে হামলা চালানো হয়। […]

Subscribe US Now

error: Content Protected