লক্ষ্য পঞ্চায়েত নির্বাচন। মেয়াদ বাড়ার পরেই বঙ্গ সফরে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। নদিয়ার বেথুয়াডহরি থেকে দলীয় প্রচারের সুর বেঁধে দিলেন নাড্ডা। বৃহস্পতিবার মায়াপুরের ইসকনে পুজো দিয়ে সভা করেন বেথুয়াডহরিতে। সভামঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের গুণগান এবং রাজ্য সরকারের সমালোচনা করেন নাড্ডা। মঞ্চে দাঁড়িয়ে পদ্মে ভোট দেওয়ার আবেদন জানান তিনি। বলেন, “পদ্মে ভোট দিন, আমরা চোরদের জেলে ভরব।”

এদিন নাড্ডার আগে বক্তব্য রাখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মঞ্চে মূলত তৃণমূল বিরোধিতার সুর তাঁরাই বেঁধে দেন। দুজনের কথাতেই উঠে আসে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির প্রসঙ্গ, মিড ডে মিল, কেন্দ্রীয় আবাস যোজনার মতো কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতি। শুভেন্দু সুকান্ত মতই একই সুরে সুর মেলান নাড্ডাও।
তিনি বলেন, একাধিক খাতের জন্য কেন্দ্র থেকে টাকা পাঠানো হলেও এখানে সেই টাকা নিয়ে ঘোটালা হচ্ছে। সংবিধান না মানলে জনতা বিচার করবে বলেও আওয়াজ তোলেন বিজেপি নেতা।
আরও পড়ুন