মুখ্যমন্ত্রী নামে কুরুচিকর মন্তব্য করে বিপাকে কঙ্গনা । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 55 Second

বাংলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভ্রান্ত তথ্য প্রেরণের জন্য কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে উল্টোডাঙ্গা থানার এফআইআর করলেন ঋজু দত্ত নামে তৃণমূলের এক মুখপাত্র। বরাবরই বিভ্রান্তিমূলক বিষয় নিয়ে চর্চা করার কারণে খবরের শিরোনামে থাকেন কঙ্গনা রানাওয়াত। বাংলার মুখ্যমন্ত্রী সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর, বিভ্রান্তিমূলক তথ্য দেওয়ার অভিযোগে করা এফ আই আর-এর ভিত্তিতে আবারও খবরের শিরোনামে এলেন কন্ট্রোভার্সি কুইন’ কঙ্গনা রানাওয়াত। আজকে অভিযোগ করার পর ঋজু বাবু জানিয়েছেন মূলত একজন জনপ্রতিনিধির মুখ হয়ে কঙ্গনা রানাওয়াতের মত অভিনেত্রীর এইরূপ মন্তব্যের কারণে তাঁর প্রভাব পড়তে পারে বাংলা জনসাধারণের ওপর।

প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগে ২ রা মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হলে বাংলায় তৃতীয়বারের মতো ক্ষমতায় আসেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর তারপর থেকেই রাজ্যের প্রায় প্রতিটি প্রান্ত থেকে একের পর এক বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসে এবং সেই প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাবণের সঙ্গে তুলনা করেও টুইট করেন কঙ্গনা। লিখেছিলেন, ‘খলনায়ক হতে গেলে পরাক্রমী রাবণের মতো হন। ঠিক যেমন মমতা দিদি।’

যদিও তাঁর এইরূপ মন্তব্যের পরিপ্রেক্ষিতে টুইটারের অফিশিয়ালসের তরফ থেকে তাঁর একাউন্ট সাসপেন্ড করে দেওয়া হয়। এই প্রথম নয় এর আগেও বহুবার বিতর্কিত মন্তব্যের কারণে তাঁর সোশ্যাল মিডিয়া একাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। ওদিকে বিশেষ উল্লেখযোগ্য একটি বিষয় হল দুই প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার আনন্দ ভূষণ এবং রিমঝিম ডাদু জানিয়েছেন, ভবিষ্যতে আর কোনও দিন অভিনেত্রী কঙ্গনা রানাউতের সঙ্গে কাজ করবেন না তাঁরা। সম্ভবত কঙ্গনা রানাউতের এইরূপ বিতর্কিত মন্তব্যের জন্যই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন এই দুই বিখ্যাত ডিজাইনার।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

স্বরাষ্ট্র সচিবের কাছে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট । এম ভারত নিউজ

নির্বাচন-পরবর্তী প্রতিহিংসার মামলার শুনানিতে স্বরাষ্ট্র সচিবের কাছে হলফনামা চাওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। মূলত বিধানসভা নির্বাচন ২০২১ এর ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন এলাকার বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর উঠে আসতে দেখা গেছে। আর আজ সেই মামলার শুনানিতে স্বরাষ্ট্র সচিবের কাছে একটি হলফনামা আকারে রিপোর্ট চাওয়া হয়েছে, […]

Subscribe US Now

error: Content Protected