জল্পনার অবসান ঘটিয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফার সিদ্ধান্ত নিলেন ইয়েদুরাপ্পা। আজই নিজের পদত্যাগের ঘোষণা করেছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন ,”আমি ইস্তফার সিদ্ধান্ত নিয়েছি, আজ দুপুরের মধ্যাহ্নভোজনের পরে আমি রাজ্যপালের সঙ্গে দেখা করব। ” জানা যাচ্ছে মুখ্যমন্ত্রীর পদ ছাড়লেও আগামী দিনে কর্নাটকে বিজেপি সরকারের পথপ্রদর্শক হিসেবে কাজ করতে চলেছেন তিনি। এই প্রসঙ্গে বিজেপির এক সদস্য জানান, ” আজ, মুখ্যমন্ত্রী বিএস ইয়েদিউরপ্পার চতুর্থ মেয়াদের দ্বিতীয় বছর পূর্ণ হয়েছে। তিনি ভালো কাজ করেছেন। তিনি কর্ণাটক সরকার ও বিজেপিকে নির্দেশনা দিয়ে যাবেন। ” কর্ণাটকের কৃষিমন্ত্রী বিসি পাটিলকে আগামী দিনে মুখ্যমন্ত্রী পদে যোগদানের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “না না, আমি এত বড় মানুষ নই। আমাকে যা কিছু দায়িত্ব দেওয়া হবে, আমি আমার সর্বোচ্চ যোগ্যতার সাথে কাজ করব।”
আজ মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগের বিষয়ে ইয়েদুরাপ্পা তাঁর টুইটে জানিয়েছেন, “গত দু’বছর ধরে এই রাজ্যের সেবা করা আমার জন্য সম্মানের বিষয়। আমি কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। আমাকে সেবার সুযোগ দেওয়ার জন্য আমি বিনীত ও আন্তরিকভাবে রাষ্ট্রকে ধন্যবাদ জানাই।”