কাশী বিশ্বনাথ নাকি জ্ঞানব্যাপী মসজিদ, কোনটি বেশি পুরনো ? । এম ভারত নিউজ

user
0 0
Read Time:3 Minute, 21 Second

অবশেষে তিন দশক পর জ্ঞানবাপী মসজিদ নিয়ে নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার বারাণসী আদালত পুরাতাত্ত্বিক সর্বেক্ষণকে এই ব্যাপারে পাঁচ সদস্যের কমিটি তৈরি করতে নির্দেশ দিয়েছে। প্রায় তিন দশক আগে এক মামলায় অভিযোগ করা হয়েছিল, কাশীর বিশ্বনাথের মন্দির ভেঙে মুঘল সম্রাট ঔরঙ্গজেব জ্ঞানবাপী মসজিদ নির্মাণ করেছিলেন। এই অভিযোগ সত্যি কি না, তা খতিয়ে দেখতেই পাঁচ সদস্যের কমিটি তৈরি করতে পুরাতাত্ত্বিক সর্বেক্ষণকে নির্দেশ দেন ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক আশুতোষ তিওয়ারি।

আদালতের নির্দেশ অনুযায়ী, বিশেষজ্ঞ এবং দুই ধর্মের বিশিষ্টদের নিয়ে তৈরি করতে হবে পাঁচ সদস্যের কমিটি।তাৎপর্যপূর্ণভাবে, মাসখানেক আগে Places of Worship (Special Provisions) Act, 1991-এর সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়, ওই আইনটির মতে, ১৫ আগস্ট ১৯৪৭ সাল থেকে আরও কোনও ধর্মস্থলের স্বরূপ পরিবর্তন করা যাবে না। অর্থাৎ, ওই দিনের পর থেকে বিতর্ক থাকলে কোনও মসজিদকে ভেঙে মন্দির করা যাবে না বা কোনও মন্দির ভেঙে মসজিদ তৈরি করা যাবে না। তবে মামলা চলার ক্ষেত্রে অযোধ্যাকে ওই আইনের আওতার বাইরে রাখা হয়েছিল|

কাশী বিশ্বনাথ বা বারাণসীর বিখ্যাত মন্দিরের গায়েই রয়েছে জ্ঞানবাপী মসজিদ। ঐতিহাসিকদের একাংশের মতে, একাধিকবার বিদেশি হানাদারদের হামলায় ক্ষতিগ্রস্ত হয় মন্দিরটি। ১৬৬৯ সালে মূল মন্দিরটি অর্থাৎ কাশী বিশ্বনাথ মন্দিরটি দখল করে জ্ঞানবাপী মসজিদ তৈরি করেন মোঘল বাদশাহ ঔরঙ্গজেব। মন্দির হওয়ার দরুন এখনও মসজিদের দেওয়ালে হিন্দু দেবদেবীর ছবি দেখা যায়। তারপর অষ্টাদশ শতকে হিন্দুদের আবেগকে মান্যতা দিয়েই মসজিদের কাছে আজকের বিশ্বনাথ মন্দিরটি তৈরি করেন মারাঠা রাজ্য মালওয়ার রানি অহল্যাবাই হোলকর। ২০১৮ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশী বিশ্বনাথ করিডর নির্মাণের কাজ শুরু করেন। প্রায় ৬০০ কোটি টাকার ওই প্রকল্পে বিশ্বনাথ মন্দির থেকে গঙ্গার ঘাট পর্যন্ত সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয়। ফলে জ্ঞানবাপী মসজিদের আশপাশের বেশ কিছু বাড়ি ভেঙে ফেলা হয়।এর আগে বাবরি মসজিদ এর সময় ও অনেক বিতর্ক তৈরি হয়েছিল|

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

আজ থেকেই শুরু হচ্ছে আইপিএল । এম ভারত নিউজ

আজ থেকে শুরু হতে চলেছে আইপিএল। আজকের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও মুম্বাই ইন্ডিয়ান্স। আজকের এই উদ্বোধনী ম্যাচকে হিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উম্মাদনা চোখে পড়ার মতো লক্ষ্য করা যাচ্ছে। করোনা পরিস্থিতির কারণে কঠোর বিধিনিষেধের মধ্যেই আজকের ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। করোনা সংক্রমনের জন্য আজ প্রথম ম্যাচে খেলতে পারছেন […]

You May Like

Subscribe US Now

error: Content Protected