চীনের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা বলে আইপিএলের টাইটেল স্পন্সার ভিভোর সমালোচনা করা হয় দুদিন আগেই, তারপরই চীনা মোবাইল প্রস্তুতকারী সংস্থা ভিভো নিজের নাম প্রত্যাহার করে নেয় ২০২০-র আইপিএলের স্পনসরশিপ থেকে । অতএব প্রয়োজন অন্য স্পনসরের । বহু কোম্পানি ইতিমধ্যেই স্পনসরশিপের জন্যে আগ্রহ প্রকাশ করেছে । কিন্তু, বিসিসিয়াই জানিয়েছে যে ভিভো শুধু এবছরেই থাকছেনা । পরের বছর থেকে টাইটেল স্পনসর হিসেবে ভিভোকে চান তাঁরা ।
জানা গিয়েছে, ইতিমধ্যেই নতুন স্পনসর হিসেবে আগ্রহ দেখিয়েছে বাইজুস ও কোকা-কোলা এই দুই সংস্থা । টিম ইন্ডিয়ার পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সের স্পনসরও বাইজুস । অতএব, ভারতীয় দল ও আইপিএলের সঙ্গে বাইজুস যুক্ত রয়েছেনই । তবে জানা যাচ্ছে, এবার এক বছরের জন্য ৩০০ কোটি টাকার চুক্তি করতে চাইছে এই সংস্থা ।
পানীয় সংস্থা কোকা-কোলাও ক্রিকেটে যুক্ত থাকতে চান । তবে, কিছুদিন দেখে নিয়েই সিদ্ধান্তে আসতে চেন তাঁরা ।
