বঙ্গে ভোট হওয়ার সাথে সাথে করোনাও পাল্লা দিয়ে বাড়ছে|করোনার কবলে পড়ে বিভিন্ন দলীয় নেতাদের মৃত্যুর খবর ও পাওয়া গেছে|এবার করোনা থাবা বসালো খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিনহার ওপর। ভোট পর্বের মাঝেই এ নিয়ে তিনজন তৃণমূল প্রার্থীর প্রাণ কাড়ল করোনা । ২১ এপ্রিল অর্থাৎ বঙ্গের ষষ্ঠদফা ভোটের আগের দিন খড়দহের ওই তৃণমূল প্রার্থী করোনা আক্রান্ত হয়েছিলেন।প্রার্থী কাজল সিনহা কে বেলেঘাটা আইডিতে ভরতি করা হয়, এবং তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে রাখা হয়। টানা তিন দিন ভেন্টিলেশনে ছিলেন ওই নেতা।কিন্তু তাঁর লড়াই থামল রবিবার সকাল পৌনে দশটায়, শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তৃণমূল প্রার্থীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি ট্যুইটারে লেখেন, “আমাদের খড়দহের প্রার্থী কাজল সিনহার মৃত্যুতে গভীর শোকাহত। মানুষের কল্যাণের জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। অবিশ্রান্তভাবে প্রচার করেছেন। উনি আমাদের দলের দীর্ঘদিনের একনিষ্ঠ কর্মী ছিলেন। এই শূন্যতা অপূরণীয়। ওঁর পরিবার-পরিজনের প্রতি আমার সমবেদনা রইল।” তবে এহেন মৃত্যুতে শাসক দলের উদ্বেগ তো বাড়বেই, সাথে করোনায় মৃত্যুতে একের পর এক প্রাণ চলে যাওয়ায় দলের শূন্যতা তৈরি হবে ।
