কোভিড যুদ্ধে ভারতের পাশে কেকেআর তারকা । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 57 Second

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে ধুঁকছে গোটা ভারত। এই কঠিন সময়ে ভারতের পাশে এসে দাঁড়ালেন কেকেআরের এক অন্যতম তারকা খেলোয়াড় অজি পেসার প্যাট কামিন্স। আজ আইপিএলের কিংস ইলেভেন পাঞ্জাবের বিরোধীতা করতে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলতে নামেন এই তারকা। তবে তার আগে ভারতের মানুষের কথা মাথায় রেখে পিএমকেয়ার ফান্ডে ৫০ হাজার ডলার অর্থাৎ ভারতীয় টাকায় ৩৮ লক্ষ টাকা অনুদান হিসেবে জমা দেন তিনি।

পাশাপাশি এই কঠিন পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়াতে পারে খুশি তিনি। আরেকটি টুইটের মাধ্যমে তিনি লিখেছেন, “ভারত এমনটা এক দেশ, যাকে আমি অনেকদিন ধরে খুবই ভালোবাসি। এই দেশের সাধারণ মানুষ বিদেশিদের খুব তাড়াতাড়ি আপন করে নেয়। জানতে পারি দেশের সাধারণ মানুষ অক্সিজনের মৃত্যুর সঙ্গে লড়াই করছে৷ তাঁদের জন্য আমি ব্যতিত্য ও দু:খিত৷ করোনার বিরুদ্ধে লড়াইয়ের মাঝেই ভারতে আইপিএল হওয়া নিয়ে বিতর্ক চলছে৷ আমি সেই দিকে মাথা ঘামাতে পারছি না।”

তিনি তার টুইটে আরও যোগ করেন, “তবে এটাও সত্যি যে ভারত সরকার এই অতিমারির মধ্যেও আইপিএল আয়োজন করার সবুজ সঙ্কেত দিয়েছে৷ এই কঠিন পরিস্থিতির মধ্যেও কিছু মানুষ বিনোদনের স্বাদ পাচ্ছে৷ আমরা অনেক স্বচ্ছন্দ জীবন যাপন করি। তাই এমন কঠিন সময় এই দেশের সাধারণ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমার সতীর্থদের কাছে আবেদন করছি। সামান্য অর্থ PM Cares Fund’-এ দান করলাম। দেশের অনেক হাসপাতালে অক্সিজেনের অভাব দেখা দিয়েছে৷ আশা করি এই সামান্য অর্থ কিছু মানুষের জীবন ফেরাতে কাজে লাগবে। ভারতকে বাঁচানোর জন্য সবাই একজোট হয়ে এগিয়ে আসুন।’’

প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগেই করোনা পরিস্থিতিতে ভারতের মাটিতে আইপিএল চলা নিয়ে বেশ বাকদণ্ডিতা চলেছে, তবে এবিষয়ে সেরকম কিছু বলতে পারলেন না এই তারকা। তবে নিজের দিক থেকে ভারতবাসী এবং ভারতের জন্য শুভকামনায় করলেন তিনি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

কোভিড সংক্রমনের লাগাম টানতে এগিয়ে এলেন শিল্পপতিরা । এম ভারত নিউজ

করোনা পরিস্থিতিতে সংক্রমনের মুখে পড়ে নাজেহাল গোটা দেশ, ইতিমধ্যেই বিভিন্ন দেশের তরফ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে ভারতের দিকে। তবে তার আগেই এই পরিস্থিতিতে এগিয়ে এলেন মুকেল আম্বানি, রতন টাটা এবং নবীন জিন্দলের মতো শিল্পপতিরা। মুকেশ আম্বানি হলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্ণধার । দেশের মানুষের জন্য নিজের সর্বোচ্চ শুভকামনা এবং […]

Subscribe US Now

error: Content Protected