প্রবল বর্ষণে আক্রান্ত কলকাতা ! সপ্তাহ জুড়ে চলবে বৃষ্টি । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 44 Second

সকাল থেকেই মহানগরের আকাশ মেঘলা, তবে সময় এগোতেই তা আরও ভয়ঙ্কর রূপ নিল। প্রবল বর্ষণে জেরবার কলকাতা। যদিও আগে থেকেই বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছিল আলিপুর আবহাওয়া দফতর। তবে আজকে কলকাতায় এই প্রবল বৃষ্ঠির পূর্বাভাস ছিল না। বলাবাহুল্য, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, সপ্তাহব্যাপী রাজ্যে চলবে বৃষ্টি । কোথাও কোথাও হতে পারে ভারী বৃষ্টি । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, মালদা, দুই দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বেই আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছিল, উত্তরপ্রদেশ থেকে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত হয়েছে এক নিম্নচাপ অক্ষরেখা। এই অক্ষরেখা বিহার ও উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে। এদিকে, বিহার থেকে ওড়িশা পর্যন্ত রয়েছে আরও একটি উত্তর-দক্ষিণ নিম্নচাপ অক্ষরেখা। এর প্রভাবেই সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বেশি পরিমাণ জলীয়বাষ্প নিয়ে ঢুকছে রাজ্যে। তবে কী কলকাতার এই অপ্রত্যাশিত বৃষ্টি চলবে সপ্তাহ জুড়ে ?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

পেনাল্টি শুটআউটে জয় মেসিদের! ফাইনালে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা । এম ভারত নিউজ

কলম্বিয়াকে পেনাল্টি শুট-আউটে ৩-২ গোলে পরাজিত করে আর্জেন্তিনা। নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ গোলের সমতায় দাঁড়িয়েছিল। এই জয়ের সুবাদে কোপা আমেরিকার ফাইনালে উঠল আর্জেন্তিনা। খেতাবি লড়াইয়ে মেসিরা মুখোমুখি হবেন নেইমারের ব্রাজিলের সাথে। শেষপর্যন্ত টাইব্রেকারে আর্জেন্টাইন গোলরক্ষক মার্টিনেজের গ্লাভসের দৌলতে কলম্বিয়াকে হারালেন মেসিরা।এদিন খেলার শুরুতেই এগিয়ে যেত আর্জেন্টিনা। কিন্তু মেসির সাজানো বল […]
sports_33

Subscribe US Now

error: Content Protected