করোনা রোগির মরদেহ পাওয়া বা শেষ দেখা দেখা নিয়ে নানা জল্পনা কল্পনা চলছিল । সেই নিয়েই বুধবার কলকাতা হাইকোর্ট জানিয়েছে, কোভিড রোগীর সৎকারের অধিকার তাঁর পরিবার বা কাছের মানুষ পাবেন । তবে এ ব্যাপারে কিছু স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে । যেমন—

পোস্ট মর্টেম করার দরকার না পড়লে দেহ পরিবারের হাতে তুলে দিতে হবে এবং যে বডি ব্যাগে দেহ থাকবে তা যেন পরিষ্কার থাকে, শব বহনকারীদের মাস্ক, গ্লাভস, প্রয়োজনে পিপিই পরতে হবে, শববাহী গাড়ি ভাল করে জীবানুমুক্ত করতে হবে, শ্মশান ও কবরস্থানের কর্মীরা যেন সবরকম সুরক্ষা ব্যবস্থা নেন, শশ্মানে বা কবরস্থানে গিয়ে বডি ব্যাগের মুখের দিকের অংশ খুলে দেওয়া যেতে পারে। যাতে মৃতের পরিবার পরিজনরা শেষবারের মতো তাঁকে দেখতে পারেন। এই সময়ে ধর্মীয় আচার, মন্ত্র পাঠ, পবিত্র জল ছেটানো প্রভৃতি সবই করা যেতে পারে তবে মৃতদেহ স্পর্শ করা যাবে না, সৎকারের পর পরিবারের লোকজনকে ভাল করে স্যানিটাইজ করতে হবে এবং মৃতদেহ নিয়ে মৃতের বাড়িতে যাওয়া যাবে না। হাসপাতাল থেকে মরদেহ সোজা শশ্মানে বা কবরস্থানে নিয়ে যেতে হবে ।
