Read Time:1 Minute, 0 Second
পুলিশ কমিশনারের পর এবার করোনা আক্রান্ত হলেন কলকাতার গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা। শনিবার তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। তবে ভয়ের কিছু নেই। কারণ মৃদু উপসর্গ নিয়ে আপাতত তিনি বাড়িতেই রয়েছেন বলে সূত্রের খবর। সংক্রমণের শুরু থেকে অতন্দ্র প্রহরীর মত মাঠে নেমে কাজ করছেন পুলিশ কর্মী থেকে শুরু করে ডাক্তার নার্সরা। তবে আনলক ফোরে সংক্রমণ হ্রাস পাওয়ার বদলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তবে আশার আলো সুস্থতার হার তুলনামূলক বেশি। লকডাউন উঠে যাওয়ায় মানুষের মধ্যে ভয় ভীতিও কমে গিয়েছে। তবে বারংবার প্রশাসনের তরফে করোনা বিধি মানতে অনুরোধ করা হচ্ছে।
