দীর্ঘ ৭০০ বছর পর কুম্ভমেলা, উচ্ছাস বঙ্গবাসীর! এম ভারত নিউজ

Mbharatuser

১৯৭৯ সালে এক বিদেশি এলান মরিনিসের অক্সফোর্ডে জমা দেওয়া এক তথ্য থেকে এই কুম্ভের কথা জানা যায়

0 0
Read Time:3 Minute, 18 Second

দীর্ঘ ৭০৩ বছর পর আবারও কুম্ভমেলা হুগলির বাঁশবেড়িয়ার ত্রিবেণীতে। ১২ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলার আয়োজন করা হয়েছে। ১৩ ফেব্রুয়ারি কুম্ভস্নান হবে। এর জন্য তৈরি হয়েছে কমিটি। তার মধ্যে সাধুরাও যেমন আছেন, সেই সঙ্গে বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যানও যুক্ত আছেন। শিবপুর মাঠে বিশাল যজ্ঞের আয়োজন করা হয়েছে। স্তত্ৰ পাঠ থেকে গঙ্গা আরতি করা হবে।

মহানির্মানী আখড়ার সাধু সন্তরা সহ কয়েক লাখ মানুষের আগমন ঘটবে এখানে এমনটাই মনে করছেন স্থানীয় প্রশাসন। জোরদার করা হয়েছে নিরাপত্তা। বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী বলেন, ‘গতবছর পরিকল্পনা না থাকায় সেভাবে করা যায়নি। তবে এবছর ত্রিবেণী উন্নয়ন পরিষদ বলে একটা কমিটি করা হয়েছে। ত্রিবেণী, মগরা, হুগলিঘাট, ব্যান্ডেল স্টেশনে নজরদারি করবে প্রশাসন। মূল স্নানের জন্য সকলের কাছে সাহায্য সহযোগিতা চেয়েছি। স্নান সপ্ত ঋষি ঘাট সহ অন্যান্য ঘাটে স্নান হবে। নিরাপত্তা দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।’

১৯৭৯ সালে এক বিদেশি এলান মরিনিসের অক্সফোর্ডে জমা দেওয়া এক তথ্য থেকে এই কুম্ভের কথা জানা যায়। আবার স্থানীয় ইতিহাসবিদের কথায়, ‘তৎকালীন সাধুসন্তরা, গঙ্গাসাগর মেলা শেষ হওয়ার পর তারা পদব্রজে ত্রিবেণীতে আসতেন। মাঘ সংক্রান্তি অর্থাৎ বিষুব সংক্রান্তির দিন তারা স্নান করতেন। এই দিনটাকেই অনুকূম্ভ হিসেবে ধরা হত ত্রিবেনীতে। ত্রিবেণী যেহেতু গঙ্গার মুক্ত বেণী সেই কারণে এই জায়গাটার আলাদা গুরুত্ব ছিল। সেই কারণেই বিভিন্ন সংক্রান্তি সহ হিন্দু ধর্মের নানা আচার আচরণের জন্য স্নান করতে আসতেন বহু মানুষ। তবে এর মধ্যে বিষুব সংক্রান্তি স্নানকেই গ্রহণ করা হয়েছে।’ এত বছর পর মেলার আয়োজন হওয়ায় যেমন খুশি স্থানীয়রা তেমনি মেলাকে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপর প্রশাসনও।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

শাহি বৈঠকের আগেই নন্দিনীকে নিয়ে বড় সিদ্ধান্ত আনন্দের! এম ভারত নিউজ

এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে রাজভবন বা নবান্নের তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি।

Subscribe US Now

error: Content Protected