নারদাকান্ডে শুভেন্দু অধিকারী সহ মুকুল রায়, শোভন চট্টোপাধ্যায়ও জড়িত, তাই ওঁদের সিবিআই ওদের গ্রেফতার করুক। বুধবার পূর্ব মেদিনীপুরের পটাশপুরে তৃণমূলের এক সভায় এসে এমনটাই দাবি তুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
এদিন শুভেন্দুকে নিশানা করে পাল্টা প্রশ্ন তোলেন তিনি। বলেন, এতদিন কেন এসএসসি নিয়ে কথা বলেন নি শুভেন্দু? উল্লেখ্য, বিজেপিতে যোগ দিয়েই বিভিন্ন সভা থেকে শুভেন্দু অধিকারী বলেছেন তাঁর সঙ্গে বিজেপির ডিল হয়েছে প্রত্যেক বছর
এসএসসি পরীক্ষা পাশাপাশি নিয়োগ হবে।

এদিন তৃণমূলের জেলা সভাপতির পদ থেকে শিশির অধিকারীকে সরিয়ে প্রসঙ্গে কুণাল বলেন, “শিশিরবাবুর বয়স হয়ে গিয়েছিল তা ছাড়াও উনার দুই ছেলে বিজেপিতে যোগদান করেছে এবং বারবার তৃণমূলকে আক্রমণ করছেন সে ক্ষেত্রে শিশিরবাবুর উচিত ছিল তীব্র ভাষায় কোন মন্তব্য করে তৃণমূল কর্মীদের মনোবল বাড়ানোর,সেক্ষেত্রে উনি তা করেননি তাই দল যা ভালো ভেবেছে তাই করেছে”।