ফের কয়লা-কাণ্ডে অভিযান চালিয়ে যাচ্ছিলেন সিবিআই গোয়েন্দারা। সিবিআইয়ের দাবি, এ রাজ্যের বিভিন্ন খনি থেকে বেআইনিভাবে কয়লা তুলে তা ভিন্ রাজ্যে পাচার করা হত। সিবিআইয়ের দাবি, এভাবেই রাজ্য থেকে কয়লা পৌঁছত উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে। ইতিমধ্যে ভিন্ন রাজ্যে হানা দিয়েছিলেন সিবিআই গোয়েন্দারা। অবশেষে সিবিআই দপ্তরে উপস্থিত হলেন কয়লা মাফিয়া লালা ওরফে অনুপ মাঝি। সিবিআই গোয়েন্দাদের দাবি বেশ অনেকদিন ধরেই হাজিরার করার কথা বলা হয়েছে তাঁকে, কিন্তু তিনি নানান অছিলায় হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন। আজ শেষ পর্যন্ত হাজিরা দিতে সিবিআই দপ্তরে পৌঁছলেন তিনি আর কিছুক্ষণের মধ্যেই তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু হবে বলে জানা গেছে ইতিমধ্যেই।
মঙ্গলবার ১১টা নাগাদ তিনি নিজাম প্যালেসে সিবিআইয়ের দফতরে হাজিরা দেন।
খাদান থেকে বেসরকারিভাবে কয়লা খননের কাজ করেছিলেন তিনি। এমনটাই অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে এই কাজে তাঁর সঙ্গে সহায়কের ভূমিকা পালন করেছেন ইসিএল, নিরাপত্তা সংস্থা সিআইএসএফ, রেলের একাংশের কর্মীরা। কেন্দ্রীয় বাহিনী তরফ থেকে জানানো হয়েছে এই সমস্ত কিছুর পেছনে রয়েছে কোন মাথা। আর সেই কারণেই লালাকে হাজিরা দেওয়ার জন্য জানানো হয়েছিল সিবিআই-এর তরফ থেকে। কিন্তু লালা এতদিন ‘পলাতক’ ছিলেন। তাঁকে হন্যে হয়ে খুঁজছিল সিবিআই। আত্মগোপন করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন লালা। তবে আজ শেষ পর্যন্ত সিবিআই আধিকারিকদের সঙ্গে দেখা করতে এসেছেন তিনি।