নিজস্ব সংবাদদাতা,বীরভূমঃ
লাভপুরের বিস্তীর্ণ এলাকা ভয়াবহ বন্যার কবলে। গতকাল লাভপুর ব্লকের ঠিবা অঞ্চলের কাঁদরকুল ও খাঁপুর গ্রামের নদী বাঁধ ভেঙে যায় যার ফলে কিন্তু জলের তলায় চলে গিয়েছে কয়েকশো হেক্টর জমি।
তবে এই ভয়াবহ বন্যার কবলে ইতিমধ্যেই জলবন্দি হয়েছে ঠিবা অঞ্চলের জয়চন্দ্রপুর, খাঁ পুর, কাঁদরকুলা, চতুর্ভুজপুর প্রভৃতি এলাকার হাজার হাজার মানুষ। ফলে স্বাভাবিক ভাবেই এই মুহূর্তে তাঁদের শারীরিক কোনো সমস্যা হলে, বা হঠাৎ করে কেউ অসুস্থ হলে কিন্তু চিকিৎসার জন্য বেশ সমস্যার সম্মুখীন হতে হবে।

যদিও গতপরশু যখন বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্যা পরিস্থিতির সম্মুখীন হয়েছিল, তার পর থেকেই কিন্তু সমগ্র এলাকায় নজরদারি শুরু করে লাভপুর ব্লক প্রশাসনসহ বিভিন্ন স্তরের আধিকারিকরা। পাশাপাশি একই সঙ্গে কাঁধেকাঁধ মিলিয়ে কাজ করতে শুরু করেন ঠিবা অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীরা। দলীয় সূত্রে যে খবর পাওয়া গিয়েছে তাতে দেখা যাচ্ছে, ইতিমধ্যেই বন্যা কবলিত গ্রামে কিন্তু রিলিফ সেন্টার খুলে দেওয়া হয়েছে তাঁদের পক্ষ থেকে।পাশাপাশি যে সমস্ত মানুষের ঘর বাড়ি ভেঙে পড়েছে বন্যার কবলে, তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে।