টেক্কা দিতে হবে বামেদের, ভিড় টানতে দুয়ারে দুয়ারে নেতারা । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 44 Second

আগামীকাল ৭ মার্চ রবিবার দুপুএ ২টায় বিজেপির ব্রিগেড সমাবেশ। ইতিমধ্যেই বিজেপির ধারনা বামেদের ডাকা জনসভার থেকে মানুষের সংখ্যা অনেকটাই বেশি হবে। এদিকে কাল বিজেপির সভায় মোদীর সঙ্গে থাকছেন মিঠুন থেকে অক্ষয়। শুধু তাই নয় তৃণমূল থেকে যারা টিকিট পাননি তাঁরাও কাল বিজেপির মঞ্চে দলে যোগ দিতে পারেন । এছাড়াও থাকছেন দীনেশ ত্রিবেদী । এই জনসভাকে কেন্দ্র করে আগামীকাল কলকাতা সহ পারিপার্শ্বিক এলাকায় মারাত্যক যানজটের সৃষ্টি হতে পারে । অন্যদিকে বিজেপি্র ওপর হামলার ঘটনা নতুন নয় । তাই নিরাপত্তার দিক দিয়ে কোনরকম খামতি রাখতে চাইছেনা গেরুয়া শিবির । সমর্থকদের জড়ো করার দায়িত্ব দেওয়া হয়েছে সমস্ত জেলার নেতাদের ওপর । অগত্যা তাঁরা প্রাণপণে নিজেদের দায়িত্ব পালনের চেষ্টা করচেন । ভিড় টানতে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে তাঁদের মধ্যে। মেদিনীপুরের লোক টানবেন শুভেন্দু, কোচবিহার থেকে নীশিথ প্রামাণিক। অন্যদিকে লকেট চট্টোপাধ্যায়, কৈলাস বিজয়বর্গীয়রা বাড়ি বাড়ি ঘুরে ব্রিগেড প্রচার চালাচ্ছেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

'ভোট না দিলে জল বন্ধ করে দেব', প্রচারের নামে হুঁশিয়ারি নেতার । এম ভারত নিউজ

হয় জিতব, না হয় মরব, এই প্রবাদের বাসবায়ন করার প্রচেষ্টায় তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায় । রাজারহাট-নিউটাউন কেন্দ্রের তৃণমূল প্রার্থী তাপসবাবু । দলের প্রার্থীতালিকা ঘোষণার পর থেকেই অনুগামীদের নিয়ে পথে নেমে গিয়েছেন তিনি। আর আজ শনিবার সকালে তাপস দাবি করেন, ‘জয়ের বিষয়ে আমি ১০০ শতাংশ নিশ্চিত। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি জানিয়ে দিয়েছি, […]

Subscribe US Now

error: Content Protected