আগামীকাল ৭ মার্চ রবিবার দুপুএ ২টায় বিজেপির ব্রিগেড সমাবেশ। ইতিমধ্যেই বিজেপির ধারনা বামেদের ডাকা জনসভার থেকে মানুষের সংখ্যা অনেকটাই বেশি হবে। এদিকে কাল বিজেপির সভায় মোদীর সঙ্গে থাকছেন মিঠুন থেকে অক্ষয়। শুধু তাই নয় তৃণমূল থেকে যারা টিকিট পাননি তাঁরাও কাল বিজেপির মঞ্চে দলে যোগ দিতে পারেন । এছাড়াও থাকছেন দীনেশ ত্রিবেদী । এই জনসভাকে কেন্দ্র করে আগামীকাল কলকাতা সহ পারিপার্শ্বিক এলাকায় মারাত্যক যানজটের সৃষ্টি হতে পারে । অন্যদিকে বিজেপি্র ওপর হামলার ঘটনা নতুন নয় । তাই নিরাপত্তার দিক দিয়ে কোনরকম খামতি রাখতে চাইছেনা গেরুয়া শিবির । সমর্থকদের জড়ো করার দায়িত্ব দেওয়া হয়েছে সমস্ত জেলার নেতাদের ওপর । অগত্যা তাঁরা প্রাণপণে নিজেদের দায়িত্ব পালনের চেষ্টা করচেন । ভিড় টানতে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে তাঁদের মধ্যে। মেদিনীপুরের লোক টানবেন শুভেন্দু, কোচবিহার থেকে নীশিথ প্রামাণিক। অন্যদিকে লকেট চট্টোপাধ্যায়, কৈলাস বিজয়বর্গীয়রা বাড়ি বাড়ি ঘুরে ব্রিগেড প্রচার চালাচ্ছেন।
