নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ বাম যুব নেতা মইদুল ইসলাম মিদ্দ্যের মৃত্যু ও নয়া কৃষি আইনের প্রতিবাদে রেল রোকো
পালন করছে বাম-কংগ্রেস। বৃহস্পতিবার সেইমত রাজ্যের বিভিন্ন প্রান্তে দফায় দফায় রেল অবরোধ করে তারা। বাদ পড়েনি বাঁকুড়া জেলাও। এদিন দুপুরে স্টেশন চত্বর থেকে মিছিল করে বাম ও কংগ্রেসের কৃষক সংগঠনগুলির কর্মীরা বাঁকুড়া স্টেশনে প্রবেশ করে। রেল পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে। তবে সেই বাধা উপেক্ষা করেই এগিয়ে যায় আন্দোলনকারীরা। স্টেশনে ঢুকে বাম ও কংগ্রেসের কৃষক সংগঠনের কর্মীরা রেল ট্র্যাকের ওপর শুয়ে পড়ে বিক্ষোভ দেখায় তারা।

মইদুলের মৃত্যু ও নয়া কৃষি আইনের প্রতিবাদে গোটা দেশজুড়ে চলছে ‘রেল রোকো’ কর্মসূচি। এদিন উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের চারটি স্টেশনে রেল অবরোধ করে বাম-কংগ্রেস সংগঠন। নিউ আলিপুরদুয়ার, ফালাকাটা, কামাখ্যাগুড়ি ও আলিপুরদুয়ার জংশনে চলে বিক্ষোভ কর্মসূচি।
রেল লাইনে বসে আন্দোলন করেন সিপিএমের জলপাইগুড়ির প্রাক্তন সাংসদ, জেলা সম্পাদক সহ অন্যান্যরা। সারা ভারত কিষাণ সংঘর্ষ সমন্বয় কমিটি জলপাইগুড়ির তরফে রেল অবরোধ করা হয়। এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তে রেল রোকো
কর্মসূচি পালন করে তারা।