নিজস্ব সংবাদদাতা, হাওড়া : কৃষি আইন বাতিল সহ একাধিক দাবিতে হাওড়ায় চাক্কা জ্যাম কর্মসূচি পালন করল বামেরা। শনিবার দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত দফায় দফায় চাক্কাজ্যাম কর্মসূচি পালন করা হয়। কৃষি আইন বাতিলের পাশাপাশি কৃষিজাত যন্ত্রপাতিতে ভুতুর্কি, পেট্রোল-ডিজেল-গ্যাসের মূল্য বৃদ্ধি, কেরোসিনে ভুর্তুকি প্রত্যাহার, আলু ও অন্যান্য ফসলের নায্যমূল্য সহ কয়েকদফা দাবিতে চাক্কাজ্যাম করা হয়।

এদিন জেলার সীমান্তবর্তী এলাকার সমস্ত রাজ্যসড়ক ও ১৬ নং জাতীয় সড়কের একাধিক এলাকায় অবরোধ করে জেলার বাম কর্মী সমর্থকরা। যেমন সদর হাওড়ার বালি, ডোমজুড়, শিবপুর, সাঁতরাগাছি, ধূলাগড়, রানিহাটী মোড় এলাকায় চাক্কাজ্যাম করা হয়। গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া,বাগনান,আমতা,উদয়নারায়ণপুরেও অবরোধ কর্মসূচি চলে।
এদিন আলুর নায্যদাম থেকে কৃষকরা বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ তুলে উদয়নারায়নপুর বাসষ্ট্যান্ডে ধান,আলু রাস্তা ছড়িয়ে বিক্ষোভ দেখায় তারা। এদিকে, দফায় দফায় অবরোধের জেরে জেলাজুড়ে তীব্র যানজট তৈরি হয়। সমস্যায় পড়েন অফিস ফেরত যাত্রী থেকে শুরু করে নিত্যযাত্রীদের।