না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি ক্রিকেটার যশপাল শর্মা। জানা যাচ্ছে, আজ সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন তিনি। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে খবর আজ সকাল ৭টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইতিহাস সাক্ষী রয়েছে, ১৯৮৩ সালের ভারতীয় বিশ্বকাপে এক অনবদ্য খেল প্রদর্শন করেছিলেন তিনি । পাঞ্জাবের এই ক্রিকেটার ৩৭টি টেস্টে ভারতের হয়ে খেলেছিলেন।জানা যায় সেই সময়ের মিডল অর্ডারের বিখ্যাত প্লেয়ার ছিলেন তিনি। ১৯৭৮ সালে শিয়ালকোটে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দলে অভিষেক হয় যশপাল শর্মার। যদিও কেউ কেউ বলেন ১৯৭৯ সালে প্রথম ভারতের হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি ম্যাচে প্রথম আত্মপ্রকাশ করেন তিনি।

কিংবদন্তি এই খেলোয়াড়ের ঝুলিতে বেশ কয়েকটি দিশত সেঞ্চুরি রয়েছে। জানা যায় নিজের বাল্যকালের স্কুল ক্রিকেটের ফাইনাল ম্যাচে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে দ্বিশত রান করে ক্রিকেটমহলকে তাক লাগিয়ে দিলেন তিনি। পরবর্তীতে ফের পাঞ্জাবের হয়ে খেলতে গিয়ে ২৬০ রান করে এক অনন্য নজির সৃষ্টি করেন তিনি। জানা যায় তাঁর এই অনবদ্য কৃতিত্ব তাঁকে রাজ্য স্তরের ম্যাচের খেলার সুযোগ করে দেয়।যদিও ওয়ানডে ক্রিকেটে তাঁর সর্বোচ্চ রান ছিল ৮৯ রান। ১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপের সেই অভিনব মুহূর্তের চাক্ষুষ সাক্ষী যশপাল শর্মার, মৃত্যুতে ইতিমধ্যেই শোকাহত ভারতীয় ক্রিকেটমহল।