সিসোদিয়ার গ্রেফতারির বিরোধিতায় মোদীকে চিঠি, সই মমতার। এম ভারত নিউজ

Mbharatuser

উল্লেখ্য, ২৬ ফেব্রুয়ারি আট ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর সিসোদিয়াকে এজেন্সি হেফাজতে নিয়েছিল

0 0
Read Time:2 Minute, 50 Second

আবগারি দুর্নীতি মামলায় দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার গ্রেফতারি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন আপের অরবিন্দ কেজরিওয়াল, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব এবং এনসিপি-র শরদ পাওয়ারের মতো বিরোধী নেতারা। সেই চিঠিতে স্বাক্ষর করেছেন উদ্ধব ঠাকরে, কেসিআর, ভগবন্ত মান, তেজস্বী যাদব, মমতা বন্দ্যোপাধ্যায় এবং ফারুক আবদুল্লাহ।

চিঠিতে মোদিকে উদ্দেশ্য করে লেখা, ‘আমরা গণতন্ত্র থেকে স্বৈরাচারে রূপান্তর হয়েছি।’ সিসোদিয়ার গ্রেফতারকে রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ বলে উল্লেখ করে চিঠিতে লেখা হয়েছে, ‘সিসোদিয়ার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং একটি রাজনৈতিক ষড়যন্ত্রের ছদ্মবেশ। তার গ্রেফতার সারা দেশের মানুষকে ক্ষুব্ধ করেছে।’ পাশাপাশি উল্লেখ করা হয়েছে কীভাবে কেন্দ্রীয় সংস্থাগুলিকে রাজনৈতিক প্রতিহিংসা ও লাভের জন্য ব্যবহার করা হচ্ছে। এতে লেখা, ‘নির্বাচনী যুদ্ধক্ষেত্রের বাইরে স্কোর সমান করার জন্য কেন্দ্রীয় সংস্থা এবং গভর্নরের মতো সাংবিধানিক অফিসের অপব্যবহার কঠোরভাবে নিন্দনীয় কারণ এটি আমাদের গণতন্ত্রের জন্য শুভ নয়।’

উল্লেখ্য, ২৬ ফেব্রুয়ারি আট ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর সিসোদিয়াকে এজেন্সি হেফাজতে নিয়েছিল। তারপর সোমবার তাঁকে আদালতে পেশ করা হলে বিচারক মণীশ সিসোদিয়াকে ৫ দিনের সিবিআই হেফাজত দেন। এরপরই নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানান মণীশ সিসোদিয়া। শনিবার এই রায় দিয়েছেন দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতের বিচারক এম. কে নাগপাল। জানা যাচ্ছে, আগামী সোমবার ফের মণীশ সিসোদিয়াকে দিল্লি আদালতে তোলা হবে।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

মেঘালয়ের দায়িত্বে কে? ঘুঁটি সাজাচ্ছে তৃণমূলও। এম ভারত নিউজ

শুক্রবার সকাল থেকেই দ্রুত বদলাতে থাকে রাজনৈতিক চিত্রপট

Subscribe US Now

error: Content Protected