খুব শিঘ্রই চালু হতে চলেছে লোকাল ট্রেন । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 22 Second

করোনা সংক্রমণ হ্রাসের সঙ্গে সঙ্গেই স্পেশাল ট্রেনের পাশাপাশি লোকাল ট্রেন চালানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে চলেছে পূর্ব রেল। বর্তমানে দেশে করোনা সংক্রমনের মাত্রা বেশ কিছুটা বশে আনা সম্ভব হয়েছে। পাশাপাশি জোরকদমে চলছে টিকাকরণ। ইতিমধ্যেই দেশে মোট টিকাকরণের সংখ্যা প্রায় দু’কোটি পার করা সম্ভব হয়েছে। আর বর্তমানে যখন সবই নিয়ন্ত্রণে ,তখন স্পেশাল ট্রেনের পাশাপাশি লোকাল ট্রেন চালু করার জন্য উদ্যোগ নিল পূর্ব রেল। ইতিমধ্যেই পূর্ব রেলের তরফে এই বিষয়ে রাজ্য সরকারের কাছে চিঠি দিয়েছে পূর্ব রেল। সূত্রের খবর অনুসারে জানতে পারে গেছে, উল্লেখ্য এই চিঠিতে আগামী দিনে রাজ্য সরকারের তরফে উদ্যোগ নিয়ে যাতে খুব শীঘ্রই লোকাল ট্রেন চালু করা হয় সেই বিষয়ে আবেদন করা হয়েছে।

পূর্ব রেল কর্তৃপক্ষের তরফে দেওয়া এই চিঠিতে ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে, হাওড়া এবং শিয়ালদা স্টেশন মিলিয়ে ৩৪০ টির কাছাকাছি স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। মূলত রাজ্যে কার্যত লকডাউন থাকলেও রাজ্যে স্বাস্থ্য, ব্যাংক এবং পোস্ট অফিস ,গুলিতে কর্মরত কর্মচারীদের প্রতিনিয়ত কর্মস্থলে পৌঁছনো সুবিধা করে দেওয়ার জন্য এই স্পেশাল ট্রেন গুলি চালানো হচ্ছে । তবে বর্তমানে রাজ্যে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে। তাই পরিস্থিতি স্বাভাবিক হলে আরও বেশি পরিমাণ ট্রেন চালানো সম্ভব হবে বলেই মনে করছেন তাঁরা। তবে রাজ্য সরকারের তরফ থেকে এখনও এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানানো যাচ্ছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

এবার স্পুটনিক' ভি পাওয়া যাবে দিল্লিতেও । এম ভারত নিউজ

বাজারে আসতে চলেছে স্পুটনিক’ ভি।বর্তমানে করোনা সংক্রমণের গ্রাফ নিম্নগামী। ইতিমধ্যেই বেশ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ডাক্তাররা।এরইমধ্যে ডাক্তারদের চিন্তার ভাঁজ আরও কিছুটা কমাতে স্বস্তির খবর দিলেন স্পুটনিক’ ভি নির্মাতা সংস্থা।কোভিশিল্ড, কোভ্যাক্সিনের পরে এবার ‘স্পুটনিক ভি’ও মিলতে চলেছে দেশের রাজধানীতে। দিল্লির অ্যাপোলো হাসপাতালের স্পোকপারসন জানিয়েছেন, হায়দ্রাবাদ এবং বিশাখাপত্তনমের পর এবার দিল্লির অ্যাপোলো […]

Subscribe US Now

error: Content Protected