দীর্ঘ প্রতীক্ষার অবসান। সাড়ে ৭ মাস পর রাজ্যে গড়াতে চলেছে রেলের চাকা। তবে আগের মতো স্বাভাবিক পরিষেবা নয়। বুধবার থেকে প্রতিদিন ১৮১ জোড়া ট্রেনে চালানোর সিদ্ধান্ত হয়েছে রেল ও রাজ্য প্রশাসনের বৈঠকে।

২৫ মার্চ থেকে দেশে লকডাউনের ফলে বন্ধ হয়ে যায় লোকাল ট্রেন পরিষেবা। কিছু স্পেশাল ট্রেন, স্টাফ স্পেশালের মতো ট্রেন চালু হলেও চালু হয়নি লোকাল ট্রেন। এই পরিস্থিতিতে হামেশাই স্পেশাল ট্রেনে ওঠা নিয়ে বিভিন্ন স্টেশনে বিক্ষোভে ফেটে পড়েন নিত্যযাত্রীরা। কয়েকদিন ধরে দফায় দফায় বৈঠক হয়েছে রেল ও রাজ্যের। অবশেষে বৃহস্পতিরারের বৈঠকে লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। জানা গিয়েছে, প্রতিদিন মোট ১৮১ জোড়া লোকাল ট্রেন রাজ্যে চালানো হবে। এর মধ্যে শিয়ালদহ ডিভিশনে চলবে ১১৪ জোড়া ট্রেন। হাওড়া ডিভিশনে ৫০ জোড়া। বাকি ট্রেনগুলি খড়গপুর ডিভিশনে চালানোর সিদ্ধান্ত হয়েছে বলে খবর। ট্রেনের সংখ্যা কমলেও তার জন্য নতুন টাইম টেবল নয়, ট্রেন চলবে পুরনো টাইম টেবল ধরেই।