গত কয়েক দিনে দেশের করোনা সংক্রমনের ধারা এক অনন্য রূপ নিয়েছে। গ্রাফ ঊর্ধ্বগামী তো বটেই পাশাপাশি সংক্রমণের হার কপালে ভাঁজ ফেলছে বিভিন্ন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত আধিকারিদের। করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমনের জেরে নাজেহাল গোটা বিশ্ব, তথা গোটা ভারত বর্ষ। পাশাপাশি সর্বোচ্চ সংক্রমণ দেখা যাচ্ছে মহারাষ্ট্র ছাড়া দক্ষিণে কয়েকটি রাজ্যে। তবে আগেভাগে সংক্রমণ এড়াতে লকডাউন জারি করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী।শুক্রবার থেকে ৬০ ঘন্টার লকডাউনের ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই। মূলত শহর ও শহর সংলগ্ন এলাকায় এই লকডাউন পালন করা হবে।এই লকডাউন শুরু হবে শুক্রবার সন্ধে ছটা থেকে, চলবে সোমবার সকাল ৬টা পর্যন্ত।সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাতকারে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন বড় বড় শহরগুলিতে কনটেনমেন্ট জোন বানানো হচ্ছে। তিনি নিজের বক্তব্যের মাধ্যমে জানিয়েছেন মানুষ দিনে দিনে বেপরোয়া হয়ে যাচ্ছে। প্রথমবারের ধাক্কা কাটিয়ে উঠতে তাঁরা ভেবে নিয়েছেন করোনা সংক্রমণ আর হচ্ছে না। তাই বন্ধ করে দিয়েছেন মাস্ক পরা পাশাপাশি মানছেন না সোশ্যাল ডিসটেন্স করোনার সংক্রমণ রক্ষার দায়িত্ব কেবল মাত্র রাজ্য সরকারের পাশাপাশি সাধারণ মানুষেরও। সচেতনতার সঙ্গে মানতে হবে এই কভিড বিধি।
লকডাউন জারি মধ্যপ্রদেশে । এম ভারত নিউজ
Read Time:2 Minute, 3 Second