পাঞ্জাবের কাছে হার, দায়স্বীকার মর্গ্যানের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 5 Second

পঞ্জাব কিংসের কাছে পাঁচ উইকেটে পরাজিত হয়েছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা-পাঞ্জাব ম্যাচের সেরা লোকেশ রাহুল। তবে কেকেআর অধিনায়ক অইন মর্গ্যানের মতে কলকাতার হারের কারণ শক্তিশালী ফিল্ডিংয়ের অভাব; একাধিক ক্যাচ ফসকানো। ম্যাচ শেষে কলকাতার অধিনায়ক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “আমরা খুব ভাল ফিল্ডিং করিনি। প্রচুর ক্যাচ ফেলেছি। আমার হাত থেকেও ক্যাচ পড়েছে। ব্যাট হাতে ভাল রানই উঠেছিল আমাদের। পঞ্জাব ভাল খেলেছে। তবে আমরা ম্যাচে ফিরে এসেছিলাম। কিন্তু ক্যাচ ফসকানোর জন্যই আমাদের ম্যাচ হারতে হল।”

রাহুল ত্রিপাঠির নেওয়া ক্যাচ নিয়ে মাঠেই বিতর্কের সৃষ্টি হয়। তৃতীয় আম্পায়ার সাফ জানিয়ে দেন ক্যাচটি সঠিক ভাবে নেওয়া হয়নি। এই বিষয়ে মর্গ্যান বলেন, “ক্যাচটা যখন রাহুল নিল, আমি ভাবলাম উইকেটটা পেয়ে গিয়েছি আমরা। কিন্তু পরে দেখে তৃতীয় আম্পায়ারের তা মনে হয়নি। আমরা সেই সিদ্ধান্ত মেনে নিয়ে এগিয়ে গিয়েছি।” তবে এই মুহূর্তে প্লে-অফের আশা ছাড়ছেন না মর্গ্যান। তিনি জানিয়েছেন, “আমরা আরও ভাল ভাবে ফিরে আসব। বাকি ম্যাচ জিতে প্লে-অফে যাওয়ার চেষ্টা করব।” ১২ ম্যাচে কলকাতার পয়েন্ট আপাতত ১০। স্কোর বোর্ডে এখনও চতুর্থ স্থান ধরে রেখেছে তারা। রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে নাইটরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

৩ কৃষি আইন নিয়ে বিরোধীদের পাল্টা তোপ মোদির । এম ভারত নিউজ

দেশব্যাপী অতি চর্চিত বিষয়গুলোর মধ্যে ৩ কৃষি আইন অন্যতম।গত এক বছর ধরে এই তিন কৃষি আইনের বিরোধিতায় সরব হয়েছেন দেশের সমস্ত কৃষকরা। আর সেই প্রতিবাদের প্রেক্ষিতেই দিল্লি সীমান্তে নিজেদের প্রতিবাদী আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। করোনা পরিস্থিতির ভয়াবহতা মাঝেও তাঁদের আন্দোলন থামানো সম্ভব হয়নি। আর এই আন্দোলনে সর্বদাই তাঁদের পাশে যোগদান […]

Subscribe US Now

error: Content Protected