0
0
Read Time:1 Minute, 17 Second
এবার বাড়তে চলেছে ভারতীয় স্টেট ব্যাংক বা এসবিআই-এর গৃহঋণের সুদের হার। অর্থাৎ এতদিন পর্যন্ত সাধারণ গ্রাহকরা, যারা এসবিআই থেকে ঋণ নিয়ে বাড়ি কিনেছিলেন বা এর পরে কিনবেন, তাদের ঘাড়ে পড়তে চলেছে বাড়তি ইএমআই এর বোঝা।
হোম লোন এর ক্ষেত্রে ২৫ বেসিস পয়েন্ট সুদের হার বৃদ্ধি করেছে এসবিআই। যার ফলে নয়া সুদের হার ৬.৭০ শতাংশ থেকে বেড়ে হতে চলেছে ৬.৯৫ শতাংশ। এর ফলে যে সকল সাধারণ মানুষ গৃহ ঋণ নেবেন পরবর্তীতে, তাদের উপর পড়তে চলেছে বাড়তি চাপ। এছাড়া এসবিআই জানিয়েছে যে, এরপর থেকে গৃহ ঋণ নিতে গেলে গ্রাহকদের নির্দিষ্ট প্রসেসিং ফিও দিতে হবে।
সব মিলিয়ে সাধারণ গ্রাহকদের কাছে এই খবর মোটেই সুখকর নয়। এখন ভবিষ্যতে এসবিআই পুনরায় অতীতের ন্যায় এই হার কিছুটা কমায় কিনা, সেটাই হবে লক্ষ্যণীয় বিষয়।