0
0
Read Time:1 Minute, 20 Second
তৃনমূলের গড় কামারহাটিতে চতুর্থ রাউন্ড গণনার পর পিছিয়ে পড়েছেন তৃনমূলের কার্যত অজেয় প্রার্থী মদন মিত্র। প্রথম তিনটি রাউন্ডে এগিয়ে থাকলেও চতুর্থ রাউন্ড গণনার পর ১৪৩ভোটে বিজেপি প্রার্থী অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় এর থেকে পিছিয়ে পড়েছেন তিনি। চার রাউন্ড গণনার পর কামারহাটি কেন্দ্রে মদন মিত্রের প্রাপ্ত মোট ভোট ১৮১১৪। বিজেপি পেয়েছে ৯৭৭৪টি ভোট।
প্রথম দুটি রাউন্ডে বেশ ভালো ব্যবধানে মদন মিত্র এগিয়ে থাকলেও তৃতীয় রাউন্ডে কমতে থাকে ব্যবধান। চতুর্থ রাউন্ডে ১৪৩ টি ভোটে পিছিয়ে পড়েন মদন মিত্র। যদিও মোট প্রাপ্ত ভোটে ৮৩৪০টি ভোটে এগিয়ে আছেন মদন। প্রসঙ্গত, বাংলার ২৯২টি আসনের মধ্যে ২০৬টি আসনে এগিয়ে রয়েছে তৃনমুল। বিজেপি এগিয়ে রয়েছে ৮৩টি আসনে। কার্যতই বাংলায় তৃতীয় বারেও অপরাজিত তৃণমূল, একথা বললেও খুব বেশি ঝুঁকি হয়না এই মুহুর্তে।