চতুর্থ রাউন্ডে পিছিয়ে মদন মিত্র । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 20 Second

তৃনমূলের গড় কামারহাটিতে চতুর্থ রাউন্ড গণনার পর পিছিয়ে পড়েছেন তৃনমূলের কার্যত অজেয় প্রার্থী মদন মিত্র। প্রথম তিনটি রাউন্ডে এগিয়ে থাকলেও চতুর্থ রাউন্ড গণনার পর ১৪৩ভোটে বিজেপি প্রার্থী অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় এর থেকে পিছিয়ে পড়েছেন তিনি। চার রাউন্ড গণনার পর কামারহাটি কেন্দ্রে মদন মিত্রের প্রাপ্ত মোট ভোট ১৮১১৪। বিজেপি পেয়েছে ৯৭৭৪টি ভোট।
প্রথম দুটি রাউন্ডে বেশ ভালো ব্যবধানে মদন মিত্র এগিয়ে থাকলেও তৃতীয় রাউন্ডে কমতে থাকে ব্যবধান। চতুর্থ রাউন্ডে ১৪৩ টি ভোটে পিছিয়ে পড়েন মদন মিত্র। যদিও মোট প্রাপ্ত ভোটে ৮৩৪০টি ভোটে এগিয়ে আছেন মদন। প্রসঙ্গত, বাংলার ২৯২টি আসনের মধ্যে ২০৬টি আসনে এগিয়ে রয়েছে তৃনমুল। বিজেপি এগিয়ে রয়েছে ৮৩টি আসনে। কার্যতই বাংলায় তৃতীয় বারেও অপরাজিত তৃণমূল, একথা বললেও খুব বেশি ঝুঁকি হয়না এই মুহুর্তে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

কৃষ্ণনগরে এগিয়ে মুকুল, পিছিয়ে তারকা প্রার্থী কৌশানী । এম ভারত নিউজ

কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে পঞ্চম রাউন্ড গণনার পর এগিয়ে রয়েছেন বিজেপির হেভিওয়েট প্রার্থী মুকুল রায়। তারকা তৃণমূল প্রার্থী অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের থেকে ৬৯৭১ ভোটে এগিয়ে তিনি। প্রথম রাউন্ড গণনার পর মুকুল রায় এগিয়ে ছিলেন ১৪৩০টি ভোটে। পঞ্চম রাউন্ডে সেই ব্যবধান কমে ৫৫২টি হলেও সর্বমোট ভোটে ব্যবধান রয়েছে ৬৯৭১টি ভোটের। পাঁচ […]

Subscribe US Now

error: Content Protected