জাতিগত বৈষম্যের কারণে ইস্তফা মাদ্রাজ আইআইটির অধ্যাপকের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 1 Second

জাতিগত বৈষম্য নিয়ে এবার সরব হলেন আইআইটি মাদ্রাসের এক অধ্যাপক। ফলস্বরূপ ইস্তফা পত্র জমা দিতে দেখা গেল তাঁকে। গতকালই জাতিগত বৈষম্যের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের নজরে নিয়ে এসে নিজের ইস্তফা পত্র জমা দেন তিনি। তাঁর দাবি আইআইটি মাদ্রাসে এক কঠিন জাতিগত বৈষম্য বর্তমান। মূলত কিছু প্রভাবশালী ব্যক্তি তাঁদের ক্ষমতার জেরেই এই জাতিগত বৈষম্য চালিয়ে যাচ্ছেন। যদিও এ প্রসঙ্গে মুখ খুলতে নারাজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সূত্রের খবর অনুসারে জানা যায় নিজের ইস্তফা পত্রে, বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতির কথা আরও একবার উল্লেখ করেন তিনি। সেখানে তিনি লেখেন, “আইআইটি-মাদ্রাস বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকের পদ থেকে আমি ইস্তফা দিচ্ছি। আমার ইস্তফার অন্যতম কারণ, বিশ্ববিদ্যালয়ের জাতিগত বৈষম্য। ২০১৯ সালে এই বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার পর থেকেই, যা আমি বারবার প্রত্যক্ষ করেছি। বিশ্ববিদ্যালয়ের একটা অংশ নিজেদের ক্ষমতা ব্যবহার সেই বৈষম্যমূলক কাজ করেছে।” এইবিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ,অধ্যাপকের পাঠানো এই ইমেইলের কোনো প্রতিক্রিয়া জানানো হবে না। তবে কোনো অভিযোগ জমা পড়লে সে বিষয়ে নিশ্চয়ই তদন্ত করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এর আগেও ২০১৯ সালে জাতিগত বৈষম্যের কারণে এক পড়ুয়ার মৃত্যু হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বর্ধমানের যমজ ভাই এবার চাকরি পেলেন গুগুলে । এম ভারত নিউজ

রাজ্যে মেধাতালিকায় নয়া সাফল্য ! গুগলের মত বিশ্বব্যাপী একটি সংস্থায় চাকরি পেলেন বর্ধমানের দুই যমজ ভাই রাজর্ষি এবং সপ্তর্ষি মজুমদার। সম্ভবত একেই বলে রত্নগর্ভা। মহামারীর এই কঠিন পরিস্থিতিতে নিজের মাকে “রত্নগর্ভা” আক্ষা ছিনিয়ে এনে দিলেন বর্ধমানের এই দুই ভাই। তাঁদের বয়স মাত্র ২২। পশ্চিম বর্ধমানের বাসিন্দা হলেও ছোটবেলা কেটেছে ঝাড়খন্ডে। […]
national_21

Subscribe US Now

error: Content Protected