ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার দাবিতে আমরণ অনশনে অযোধ্যার তপস্বী ছাউনির মহন্ত পরমহংস দাস। শনিবার সকাল ৫টা থেকে আমরণ অনশন শুরু করেন তিনি। পরমহংস দাসের দাবি, যেহেতু ভারতে হিন্দুদের সংখ্যা অন্য কোনও ধর্মের মানুষের থেকে অনেক বেশি, তাই ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা উচিত। উনি বলেন, যখন দেশ ভাগ হয়েছিল, তখন সর্বাধিক জনসংখ্যার ভিত্তিতে পাকিস্তান মুসলিম রাষ্ট্র হয়ে গিয়েছিল। কিন্তু ভারত আজও হিন্দু রাষ্ট্র ঘোষণা হয়নি।

এছাড়া পাকিস্তানে, বাংলাদেশে থাকা হিন্দুদের ভারতে এনে তাঁদের নাগরিকতা দেওয়ারও দাবি তোলেন তিনি। উনি আশঙ্কা প্রকাশ করে বলেন, যদি ভারতের সংখ্যালঘু সম্প্রদায় এভাবেই তাঁদের জনসংখ্যা বাড়াতে থাকে, তাহলে একদিন এমন আসবে যখন এই সংখ্যালঘুরা দেশ ভাগের দাবি তুলবে। দাবি মানা না হওয়া পর্যন্ত আমি অন্ন, জল গ্রহণ করবেন না বলেই হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে, কোনও রকম দুর্ঘটনা এড়াতে সতর্ক রয়েছে জেলা প্রশাসন। এরআগে মহন্ত পরমহংস দাস অযোধ্যা শ্রী রাম মন্দির নির্মাণ নিয়ে আমরণ অনশনে বসেছিলেন।