
পুনরায় আইপিএল-এ বড় দায়িত্ব নিতে চলেছেন সৌরভ গাঙ্গুলি। রাজার মতো ক্রিকেটে ফিরছেন দাদা। আবার ‘দিল্লি ক্যাপিট্যালসে’ ফিরছেন তিনি। সেখানে ডিরেক্টর অফ ক্রিকেট পদে যোগদান করছেন। ‘দিল্লি ক্যাপিট্যালস’-এর অধীনে থাকা অন্যান্য লিগ দলগুলিরও অধিকর্তা হতে চলেছেন তিনি। গত বছর অক্টোবর মাসে বিসিসিআই সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় গাঙ্গুলিকে। তারপর থেকে প্রশাসক সৌরভের আর দেখা মেলেনি। এবার পুনরায় তাঁর ভক্তরা পেতে চলেছে নিজেদের মহারাজকে। এর আগে অবশ্য ২০১৯ সালে ‘দিল্লি ক্যাপিটালসে’র মেন্টর হয়ে দায়িত্ব সামলেছিলেন সৌরভ। তবে এবার আর শুধু মেন্ট্রর নয়, দিল্লির ক্রিকেটের সমস্ত কার্যকলাপই হবে দাদার নেতৃত্বে।

আইপিএলের পাশাপাশি তিনি সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠেয় টি ২০ লিগ এবং দক্ষিণ আফ্রিকার টি ২০ লিগে দিল্লি ফ্র্যাঞ্চাইজির অধীনস্থ আরও যে দু’টি দল রয়েছে সেই ‘দুবাই ক্যাপিটালস’ ও ‘প্রিটোরিয়া ক্যাপিটালসে’র সবকিছু দেখভাল করবেন বলে সূত্রের খবর। সেখানকার ক্রিকেটের সমস্ত বিষয়ের শেষ কথা বলবেন দাদাই। এমনটাই সূত্রের খবর। ‘দিল্লি ক্যাপিটালসে’র কর্ণধার পার্থ জিন্দালের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক সৌরভের। কাতারে জিন্দাল পরিবারের সঙ্গে সস্ত্রীক বিশ্বকাপ ফাইনালেও দেখা গিয়েছিল মহারাজকে। আর তখন থেকেই জল্পনা তৈরি হয়েছিল সৌরভের ‘দিল্লি ক্যাপিটালসে’ ফেরা নিয়ে।
আরও পড়ুন