0
0
Read Time:1 Minute, 7 Second
উমার ঘরে ফেরার পালা। আবারও বছরভর অপেক্ষা। দশমীর পূজা শেষে ছলছল চোখে বিদায় জানাল বঙ্গবাসী। বিষাদের সুর আকাশে বাতাসে। নিউনর্মালে সারারাজ্যের পাশাপাশি বিষাদের সুর পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজবাড়িতেও। সকাল থেকেই চলে দেবীকে বরণ। প্রাচীন রীতি মেনে প্রথমে দেবীকে বরণ এবং পরে রাজবাড়ীর সদস্যদের মধ্যে সিঁদুর খেলার পর পাশের রাজবাড়ির পুকুরে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। উপস্থিত ছিলেন রাজবাড়ির প্রবীণ সদস্যরাও। তবে এবছর অন্য দশমী কাটালেন তাঁরা। করোনা আবহে এদিন সামাজিক দূরত্ব মেনেই চলে সিঁদুর খেলা সহ একাধিক রীতিনীতি। সবশেষে আবার এসো মা বলে দেবীকে বিদায় জানালেন রাজ পরিবারের সদস্যরা।