সিবিআইকে মেইল, সময় চাইলেন অনুব্রত । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:1 Minute, 38 Second

ফের সিবিআই তলব এড়িয়ে গেলেন অনুব্রত। গরু পাচার এবং ভোট পরবর্তী অশান্তি মামলায় ষষ্ঠবারের জন্য অনুব্রত মন্ডলকে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে এই নির্দেশের পর শারিরীক অসুস্থতার কারনে ৪ সপ্তাহের সময় চেয়ে অনুব্রত চিঠি পাঠিয়েছেন সিবিআইকে। সেই চিঠি সিবিআই এর দিল্লির অফিসে পাঠানো হয়েছে ইতিমধ্যেই। উল্লেখ্য, গত ৬ এপ্রিল কলকাতায় আসার পথে অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে ভরতি হন অনুব্রত মণ্ডল। একাধিক শারীরিক সমস্যা নিয়ে টানা ১৭ দিন চিকিৎসাধীন ছিলেন সেখানে। কিছুটা সুস্থ হওয়ার পর শুক্রবার সন্ধেবেলা হাসপাতাল থেকে ছাড়া পান। চিনার পার্কের ফ্ল্যাটে  ফেরেন। আপাতত সেখানেই রয়েছেন তিনি। এর মধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা অনুব্রতর শারীরিক অবস্থা জানতে তাঁর বাড়ি গেছিলেন। যদিও এখনও সেই বিষয়ে কিছুই জানানো হয়নি। এই নিয়ে ৬ বার সিবিআই-এর তলব এড়িয়ে গেলেন অনুব্রত। ৪ সপ্তাহ পর কি করবেন তিনি সেটাই এখন দেখার।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

এবার অনুব্রতর পরিচয় পত্র তলব করল সিবিআই । এম ভারত নিউজ

এবার অনুব্রত মন্ডলের যাবতীয় পরিচয় পত্র তলব করল সিবিআই । পাসপোর্ট, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ডের মতো বিভিন্ন নথি চেয়েছে তদন্তকারী সংস্থা । যদিও অনুব্রতর পাসপোর্ট নেই বলেই জানানো হয়েছে । পাশাপাশি, অনুব্রত মণ্ডল কোনওভাবে বিদেশ গেলে সঙ্গে সঙ্গে যাতে তাদের জানানো হয়, এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়াকে সেই বার্তাও […]

Subscribe US Now

error: Content Protected