আবারও চার দিনের জন্য দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজের জন্য দিল্লি সফরে যাওয়ার কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর। আগামী ২২ নভেম্বর দিল্লি যাওয়ার কথা রয়েছে তাঁর। জানা যাচ্ছে সেই দিন দুপুর তিনটের সময় দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ২ নভেম্বর থেকে টানা ২৫ শে নভেম্বর পর্যন্ত তিন দিনের সফরে যাচ্ছেন তিনি। জানা যাচ্ছে এই গুরুত্বপূর্ণ সফরে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে তাঁর। মূলত রাজ্যের আর্থিক দাবির প্রসঙ্গেই কথা বলার জন্যই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য ২০২০-২০২১ অর্থবর্ষে জিএসটি বাবদ ২০০০ কোটি টাকা পাওয়ার কথা ছিল রাজ্যের । এছাড়াও চলতি আর্থিক বছরের বকেয়া অর্থ বাবদ অর্থ পাওনা রয়েছে রাজ্য সরকারের। এছাড়াও বুলবুল , য়াশ এবং অন্যান্য সাইক্লোনের মোকাবেলা অর্থ বাবদ ৩২ হাজার কোটি টাকা পাওয়ার কথা ছিল রাজ্য সরকারের । সেক্ষেত্রে এখনও পর্যন্ত কেন্দ্র সরকারের তরফ থেকে মোট ১২০০ কোটি টাকায় দেওয়া হয়েছে রাজ্যকে। ইতিমধ্যেই এই বিষয়ে কথা বলতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এদিকে কেন্দ্র সরকারের তরফ থেকে বিএসএফের ক্ষমতা বৃদ্ধির বিষয় নিয়েও আপত্তি প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই বিষয়ে আলোচনা করতে দেখা যাবে তাঁকে।