শীঘ্রই ফের গোয়া সফরে মমতা ও অভিষেক, লক্ষ্য দলীয় সংগঠন। এম ভারত নিউজ

admin

জাতীয় রাজনীতিতে নিজের জমি শক্ত করতে মরিয়া তৃণমূল। ত্রিপুরা, গোয়া, মেঘালয়ে পুরোদমে চলছে দলের সংগঠনকে শক্তিশালী করার কাজ।

0 0
Read Time:2 Minute, 52 Second

জাতীয় রাজনীতিতে নিজের জমি শক্ত করতে মরিয়া তৃণমূল। ত্রিপুরা, গোয়া, মেঘালয়ে পুরোদমে চলছে দলের সংগঠনকে শক্তিশালী করার কাজ। উত্তর-পূর্বের ত্রিপুরার পর এবার ঘাসফুল শিবিরের পাখির চোখ পশ্চিমের গোয়া বিধানসভা নির্বাচন। আর সে কারণেই ফের গোয়ার উদ্দেশ্যে পাড়ি দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে যেতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সূত্রের খবর, আগামী ১৩ ডিসেম্বর একত্রে গোয়া যেতে পারেন দু’জনেই। ঠাসা কর্মসূচিতে ভরপুর মাত্র দু’দিনের এই ঝটিকা সফর। সূত্রের খবর, তার আগে জেলা সফরে যাওয়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সম্ভবত ৭ ডিসেম্বর উত্তর ও দক্ষিণ দিনাজপুর সফরে যাবেন মুখ্যমন্ত্রী। ওইদিনই প্রথমে গঙ্গারামপুরে প্রশাসনিক বৈঠক সারবেন মমতা। এরপর রায়গঞ্জে প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। তার ঠিক পরের দিন অর্থাৎ ৮ তারিখও মালদহ এবং মুর্শিদাবাদে প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

জেলা সফর শেষ হতেই গোয়ায় যাবেন মমতা। সেখানে মূলত দলের সংগঠন বিস্তারের কাজই করবেন দলনেত্রী। ইতিমধ্যেই একবার গোয়ায় ঘুরে এসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হাত ধরে সেখানে ঘাসফুল শিবিরে নাম লিখিয়েছেন খ্যাতনামা টেনিস তারকা লিয়েন্ডার পেজ, অভিনেত্রী নাফিসা আলি, গায়ক রেমো ফার্নান্ডেজ। গোয়া থেকে দলকে আপাত শক্তিশালী করেই বাংলায় ফিরেছেন মমতা। এরপরেই তিনি গোয়ার দলের শক্তিশালী সংগঠন তৈরির ভার সঁপে দিয়েছেন দলের অন্যতম ভরসাযোগ্য কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রর হাতে। দলের গুরুদায়িত্ব পেয়েই আপাতত গোয়ার মাটি আঁকড়ে পড়ে রয়েছেন মহুয়া। নিয়মিত কর্মিসভা, তৃণমূলের রণকৌশল স্থির করতে ঘনঘন বৈঠক করছেন তিনি। তাঁর হাত ধরেও আরও অনেকেই নাম লেখাচ্ছেন তৃণমূল শিবিরে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর । এম ভারত নিউজ

অবশেষে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বঙ্গ বিজেপির উচ্চ নেতৃত্ব সাক্ষাত্‍ করেন ।শুক্রবার দুপুরে বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের নেতৃত্বে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর ঘরে যান বাংলার বিজেপি সাংসদরা । সেখানেই জানুয়ারিতে কলকাতায় আসার আমন্ত্রণ জানানো হয় মোদীকে। বিজেপি সূত্রে খবর, মোদী প্রাথমিক ভাবে সম্মত হলেও কবে, কোথায় […]

Subscribe US Now

error: Content Protected