শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব ছাড়ার পরই তড়িঘড়ি কালীঘাটের বাসভবনে তৃণমূলের শীর্ষনেতাদের বৈঠক ডাকলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে মালদার তৃণমূল নেতাদের কলকাতায় জরুরি তলব করল দলের শীর্ষ নেতৃত্ব। দলের জেলা কোর কমিটির নেতা-নেত্রীদের অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেকে পাঠিয়েছেন বলে জেলা নেতৃত্ব সূত্রে খবর। অবশ্য সরকারি ভাবে এনিয়ে জেলার কোনও নেতা মন্তব্য করতে রাজি হননি।
প্রসঙ্গত আজই রাজ্য মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন শুভেন্দু অধিকারী। তারপরই মমতার ডাকে কালীঘাটের বাসভবনে শুক্রবার সন্ধ্যায় উপস্থিত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়,
অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, সুব্রত বক্সির মতো নেতারা।
অন্যদিকে মালদা জেলার চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, জেলা সভানেত্রী মৌসম বেনজির নুর, জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল, প্রাক্তন দুই মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী, সাবিত্রী মিত্র, ৩ জন কো-অর্ডিনেটর দুলালচন্দ্র সরকার, অম্লান ভাদুরী ও মানব বন্দ্যোপাধ্যায়— এই ৮ জনকে নিয়ে গঠিত তৃণমূলের মালদহ জেলা কোর কমিটির প্রত্যেকে শনিবার কলকাতায় ডেকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দলের একাধিক শীর্ষ নেতা। অপরদিকে, সূত্রের খবর, শুক্রবারের বৈঠকে অন্যান্য বিষয়ের সঙ্গে আলোচনা হতে শুভেন্দুর ইস্তফার পর দলের পদক্ষেপ নিয়ে। শুভেন্দুকে দলে রাখার কোনও রাস্তা খোলা রয়েছে কি না তা নিয়েও পর্যালোচনা হওয়ার সম্ভাবনা এদিনের বৈঠকে।