বঙ্গ ভোট ২০২১, নির্বাচন কমিশনের ভোটের দিনলিপি প্রকাশের পর প্রার্থী তালিকা, একে একে সব ধাপ সম্পন্ন করে এখন সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার, ঠিক এমনই সিদ্ধান্ত নিলেন তৃণমূল সুপ্রিমো। সম্ভবত সেই কারণেই ভোটের প্রার্থী তালিকা প্রকাশের পর প্রথম মহামিছিলের আয়োজন হল শিলিগুড়িতে। পরিবর্তনের বছরে বামেদের এই কেন্দ্রটি তৃণমূলের দখলে এলেও, পরবর্তীতে ফের নির্বাচনে বামেদের দখলে চলে যায়।

তৃণমূলের রাজত্বকালে এটি একমাত্র এমন একটি কেন্দ্র যেখানে বাংলা এবং কংগ্রেসের জোট এখনো বর্তমান ।যেখানে হিসেব মতো তৃণমূলের শক্তি সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় ।২০২১ এর নির্বাচনের শুরুতেই এই কেন্দ্রটি নিজের আয়ত্তে নিয়ে আসার জন্য, আজ মহামিছিলের আয়োজন করেছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর অনুসারে জানা গেছে আজই দার্জিলিং মোড়ে জনসভা করতে চলেছেন তিনি। দেশে গত কয়েক মাসে যেভাবে গ্যাস এবং পেট্রোপণ্যের দাম বৃদ্ধি প্রাপ্ত হয়েছে সে ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য দিন দুর্বিষহ হতে চলেছে বলেই মনে করছেন তিনি । তাই সাধারণ মানুষের পাশে থাকার আশ্বাস নিয়ে আজ মহামিছিলে অংশ নিতে চলেছেন তিনি।