২০১৯ এর লোকসভা নির্বাচনে ঝারগ্রাম এর মাটিতে জমি হারিয়ে ফেলেছিল মা মাটি মানুষের সরকার। কিন্তু ২০২১ এর বিধানসভা নির্বাচনে জঙ্গলমহলের হারানো জমি পুনরুদ্ধার করেছে তৃণমূল সরকার। নির্বাচনের আগে দিদি হুইল চেয়ারে বসে ঝাড়গ্রামের মাটিতে গিয়ে বাংলার মেয়ের উপর ভরসা রাখতে বলেছিলেন। জঙ্গলমহলের মানুষ ‘দিদি’র ওপর আস্থা রেখেছে।আগামী আগস্ট ভারত ছাড়ো আন্দোলন দিবস এবং বিশ্ব আদিবাসী দিবসের দিন ঝাড়গ্রামে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর এই প্রথমবার জঙ্গলমহলে একগুচ্ছ কর্মসূচি নিয়ে বৈঠক রেখেছেন তৃণমূল সুপ্রিমো। জানা যাচ্ছে, ওইদিন জঙ্গলমহলে গিয়ে জেলার প্রশাসনিক মহলে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো। এরপর ঝাড়গ্রামের সিধু-কানহু অডিটোরিয়াম হলে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে অনুষ্ঠান কর্মসূচিতে যোগদান করবেন মমতা ব্যানার্জি। সূত্রের খবর অনুসারে জানা যাচ্ছে, ওইদিন ঝাড়গ্রামের সমস্ত কর্মসূচি শেষ করে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ঘাটাল যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।