নবান্নে বৈঠকের পর রাজ্যের স্কুল-কলেজ খোলা নিয়ে আশার আলো দেখালেন মখ্যমন্ত্রী। প্রায় দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ রাজ্যের স্কুল কলেজ গুলি। আজ স্কুল-কলেজগুলি খোলার ব্যাপারে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলোচনায় বসেছিলেন নোবেলজয়ী বাঙালি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তাঁর সঙ্গে বৈঠকের পর মমতা ব্যানার্জি সাংবাদিকদের জানান সবকিছু ঠিক থাকলে পুজোর পর আমরা রাজ্যের স্কুল গুলি একদিন ছেড়ে একদিন খোলার পরিকল্পনা করছি। রাজ্যে তৃতীয় ঢেউয়ের প্রকোপ থেকে বাঁচতে অভিজিৎ বাবু বলেন যতটা তাড়াতাড়ি সম্ভব বেশি মানুষকে টিকা দেওয়া প্রয়োজন।মমতা ব্যানার্জি এরিন স্কুলগুলি খোলার ব্যাপারে বললেও কলেজগুলি কবে খুলছে তা নিয়ে এখনও কোনও মন্তব্য তিনি করেননি। প্রাথমিক, উচ্চ প্রাথমিক,মাধ্যমিক, উচ্চমাধ্যমিক কোন স্তরের স্কুল গুলি খুলবে সে বিষয়েও এখনও সঠিক জানা যায়নি।

তৃতীয় ঢেউয়ের সঙ্গে কিভাবে মোকাবিলা করা সম্ভব হবে তা নিয়ে মমতা ব্যানার্জি এদিন করোনা মোকাবিলায় গঠিত গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ডের প্রধান নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন।উচ্চ পর্যায়ের বৈঠকের পর এদিন সাংবাদিকদের জানান সবকিছু ঠিক থাকলে পুজোর পর আমরা রাজ্যের স্কুল গুলিকে একদিন ছেড়ে একদিন করে খোলার কথা চিন্তা ভাবনা করছি।