Read Time:1 Minute, 3 Second
আগামীকাল শনিবারই বিশেষ দলীয় বৈঠকের ডাক দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বিকেল ৫টায় কালিঘাটে এই বৈঠক ডাকা হয়েছে বলেই খবর । এই বৈঠকে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সী, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়- সহ সমস্ত শীর্ষ নেতৃত্বকে বৈঠকে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও কয়েকদিন আগেই তৈরি হওয়া অস্থায়ী কমিটির সদস্যদেরও উপস্থিত থাকার কথা রয়েছে এই বৈঠকে । বৈঠকে আইপ্যাক প্রসঙ্গ, ‘এক ব্যক্তি এক পদ’ নিয়ে বিতর্ক এবং প্রার্থী তালিকায় বিভ্রান্তি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই জানা গেছে ।